ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শেষ টি২০তে নেতৃত্ব নিতে চাননি লিটন

শেষ টি২০তে নেতৃত্ব নিতে চাননি লিটন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০১:১১ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০১:৪৪

জিম্বাবুয়ে সফরের টি-২০ সিরিজের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। নুরুল হাসান ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না। সোমবারই দেশের পথে রওয়ানা হয়েছেন তিনি। তার জায়গায় টি-২০ দলে নেওয়া হয়েছে নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহকে।

দলে ফেরালেও মাহমুদউল্লাহকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি। বরং আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধেই বর্তেছে নেতৃত্বের দায়িত্বভার। যদিও ম্যানেজম্যান্ট শেষ টি২০ এর জন্য লিটনকে অধিনায়কের দায়িত্ব দিতে চেয়েছিল। কিন্তু সদ্য টেস্ট সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন ম্যানেজম্যান্টের এই প্রস্তাবে সাড়া দেননি। 

এদিকে সোহানের পরিবর্তে মাহমুদউল্লাহকে ফেরাতে মুখ্য ভূমিকা পালন করেছে কোচ রাসেল ডমিঙ্গো। অথচ স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শেখ মেহেদীও ব্যাটিং করতে পারেন মিডল অর্ডারে। এই সুযোগ কাজে না লাগিয়ে মাহমুদউল্লাহকে স্কোয়াডে জুড়ে নেন ডমিঙ্গো। বিসিবি কর্মকর্তারা কোচের এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি। 

একজন পরিচালক নাম গোপন রাখার শর্তে বলেন, 'বিসিবির সিদ্ধান্তকে উপেক্ষা করছেন কোচ, যেটা ভালো না। তিনি পারভেজ হোসেন ইমনকে খেলাচ্ছেন না। যখন খেলাবেই না তখন দলে নিল কেন? সোহানের জায়গায় কেন মাহমুদউল্লাহকেই নিতে হলো?'

whatsapp follow image

আরও পড়ুন

×