ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মাহমুদউল্লাহকে নেওয়ায় সম্মতি ছিল না ম্যানেজম্যান্টের

মাহমুদউল্লাহকে নেওয়ায় সম্মতি ছিল না ম্যানেজম্যান্টের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০১:৩৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০১:৪৪

নেতৃত্বের সঙ্গে জিম্বাবুয়ে সফরের টি২০ দল থেকেও বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে দলের অংশ হয়ে জিম্বাবুয়ে গিয়েছেন তিনি। বিসিবি থেকে বলা হয়েছিল শুধু এই সফরেই টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। কারণ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে তরুণদের পরখ করতে চায় বিসিবি। কিন্তু সোহানের ইনজুরিতেই প্রত্যাবর্তন হয়েছে সদ্য অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহর। 

দলে ফেরালেও মাহমুদউল্লাহকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি। বরং আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধেই বর্তেছে নেতৃত্বের দায়িত্বভার। মাহমুদউল্লাহ থাকতেও মোসাদ্দেকে নেতৃত্বের দায়িত্ব দেওয়াটাই সবকিছু প্রমাণ করে দিচ্ছে। নিকট ভবিষ্যতে আর অধিনায়কের দায়িত্ব পাবেন না মাহমুদউল্লাহ।

তবে মাহমুদউল্লাহকে দলে ফেরাতে সম্মতি ছিল না বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের। সদ্য অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহকে দলে ফেরাতে মুখ্য ভূমিকা পালন করেছে কোচ রাসেল ডমিঙ্গো। অথচ স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শেখ মেহেদীও ব্যাটিং করতে পারেন মিডল অর্ডারে। এই সুযোগ কাজে না লাগিয়ে মাহমুদউল্লাহকে স্কোয়াডে জুড়ে নেন ডমিঙ্গো। বিসিবি কর্মকর্তারা কোচের এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি। কারণ এই ফরম্যাটে তারুণ্যনির্ভর দল গড়ার পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহর পুনর্বাসন করতে বিসিবির সিদ্ধান্তকেই উল্টে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো।

একজন পরিচালক নাম গোপন রাখার শর্তে বলেন, 'বিসিবির সিদ্ধান্তকে উপেক্ষা করছেন কোচ, যেটা ভালো না। তিনি পারভেজ হোসেন ইমনকে খেলাচ্ছেন না। যখন খেলাবেই না তখন দলে নিল কেন? সোহানের জায়গায় কেন মাহমুদউল্লাহকেই নিতে হলো?'

লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচ ব্যাটার। সোহানের ব্যাটিং অর্ডার ছিল ছয় নম্বরে। আজকের ম্যাচে সোহানের পজিশনে ব্যাট করবেন মাহমুদউল্লাহ। অথচ এই পজিশনে 'স্টোক মেকার' ব্যাটারদের সুযোগ দেওয়া হয়। শেখ মেহেদীর জন্য যেটা আদর্শ। অথচ তাঁকে নামানো হবে আট নম্বরে। সাত নম্বরে খেলবেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ ছাড়া বোধহয় বিশ্বের আর কোনো দল টি২০ ক্রিকেটে সাতজন ব্যাটার নিয়ে খেলে না। কোচ ডমিঙ্গোর এমন রক্ষণাত্মক পরিকল্পনা কর্মকর্তাদের অনেকেই মেনে নিতে পারছেন না। ডান-বাঁহাতি ব্যাটার খেলানোর সংস্কৃতি তাঁর। বোলিংয়ের ক্ষেত্রেও একই কৌশল পছন্দ ডমিঙ্গোর। টি২০ বিশ্বকাপে যেটা বাস্তবায়ন করতে গিয়ে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ।

whatsapp follow image

আরও পড়ুন

×