মুনিম-বিজয়ই খেলছেন, অপেক্ষা বাড়ছে ইমনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০২:৩২ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০২:৩২
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়ায় সফররত বাংলাদেশ। আর তাতেই ফিরেছে সিরিজ সমতায়। তাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে 'অলিখিত ফাইনাল'। আজ যেই জিতবে তার হাতেই উঠবে সিরিজের শিরোপা। হারারে ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মাঠে নামবে দুদল।
শেষ টি-টোয়েন্টিতে দলে পরিবর্তনের আভাস থাকলেও আদতে তা হচ্ছে না। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। তার পরিবর্তে দলে ফেরানো হয়েছে সদ্য নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহকে। তবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ার। জিম্বাবুয়ের মত দুর্বল প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেননি মুনিম। তাকে দলে নেওয়া হয়েছে পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং করার সামর্থ্যের জন্য। অথচ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ, উইন্ডিজে এক ম্যাচ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি২০তে ঠিকমতো ব্যাটে বলই লাগাতে পারেননি ২৪ বছর বয়সী এ ব্যাটার। যেভাবে ব্যাট চালিয়েছেন তিনি, তাতে বলাই যায়, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত টেম্পারমেন্ট নেই তার। তবে শেষ সুযোগ হিসেবে মুনিমকে খেলাতে চাইছেন কোচ রাসেল ডমিঙ্গো।
এদিকে সাড়ে সাত বছর পর জাতীয় দলে ফিরেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারছেন না এনামুল। বরং 'স্বার্থপর' ক্রিকেট খেলে দলের বিপদ বাড়িয়ে দিচ্ছেন প্রিমিয়ার লিগে হাজারের ওপর রান করা এই ব্যাটার। জিম্বাবুয়েতে প্রথম ম্যাচে তার ব্যাটিং ছিল ভীষণ দৃষ্টিকটু। ২০০ রান তাড়া করতে নেমে ২৭ বলে ২৬ রান করেন তিনি। শেষ ম্যাচেও এনামুলকে বাদ দিচ্ছে না কোচ, বরং এই ফরম্যাটে শেষ সুযোগ পাচ্ছেন তিনি।
মারকুটে ব্যাটসম্যান হিসেবে বেশ সুনাম আছে সদ্য দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমনের। টি-টোয়েন্টি দলে ডাক পেলেও ম্যাচ খেলতে পারেননি তিনি। শেষ টি-টোয়েন্টিতে তাকে একাদশে রাখার আভাস থাকলেও সেটা হচ্ছেনা। তাই অভিষেকের অপেক্ষা বাড়ছে যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।