ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৪:৪১ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৫:০২

শুরুর দুই ম্যাচে টস হেরেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ম্যাচেও ভারপ্রাপ্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন টস হেরেছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এসেছে। ওপেনার মুনিম শাহরিয়ার বাদ পড়েছেন। তার জায়গায় নেওয়া হয়েছে তরুণ ওপেনার পারভেজ ইমনকে। অভিশেষ ম্যাচ খেলছেন তিনি। 

পেসার শরিফুল ইসলামকে বসিয়ে কন্ডিশন বিবেচনা করে স্পিনার নাসুম আহমেদকে ফেরানো হয়েছে। এছাড়া নুরুল হাসানের জায়গায় ফিরেছেন মাহমুদউল্লাহ। 

জিম্বাবুয়ে একাদশে এসেছে তিন পরিবর্তন। লেগ স্পিনার জোহান মাসারাকে দলে নিয়েছে তারা। পেস আক্রমণে ভিক্টর নায়োচি খেলছেন। আছেন পেস অলরাউন্ডার ব্রাড ইভান্স ও সেটেল। 

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সিরিজ জয়ের সম্ভাবনা বেশি জিম্বাবুয়ের। কারণ বাংলাদেশের চেয়ে স্বাগতিকদের একাদশ বেশি নির্ভার। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, পারভেজ ইমন, এনামুল হক, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ব্রাড ইভান্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লকি জনজি, ভিক্টর নায়োচি, জোহান মাসারা।

whatsapp follow image

আরও পড়ুন

×