ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপ ক্রিকেট

ভারত-পাকিস্তানের ম্যাচ ২৮ আগস্ট, বাংলাদেশ খেলবে ৩০ আগস্ট

ভারত-পাকিস্তানের ম্যাচ ২৮ আগস্ট, বাংলাদেশ খেলবে ৩০ আগস্ট

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৬:২০ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৬:৪৬

এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আসরটির চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। 

উদ্বোধনী ম্যাচে আসরটির আয়োজন শ্রীলঙ্কা ২৭ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে। পরদিন চিরশত্রু পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট।

ছবি: টুইটার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ টুইটারে সূচি প্রকাশ করেছেন। এবারের এশিয়া কাপে ছয়টি দল অংশ নেবে। বাংলাদেশ, আফগানিস্তান ও আয়োজন শ্রীলঙ্কা পড়েছে গ্রুপ ‘বি’ তে। ভারত-পাকিস্তান এবং বাছাইপর্ব থেকে আসা দল একে অপরের মুখোমুখি হবে। তারা গ্রুপ ‘এ’ তে আছে। 

গ্রুপ পর্বের ছয় দল থেকে চার দল সুপার ফোর বা সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল যাবে ফাইনালে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। ওই হিসেবে ৪ সেপ্টেম্বর দ্বিতীয়বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর পয়েন্টের ভিত্তিতে সেরা হওয়া দুটি দল ফাইনাল খেলবে।


whatsapp follow image

আরও পড়ুন

×