ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

হারের দায় বোলারদের দিলেন মোসাদ্দেক

হারের দায় বোলারদের দিলেন মোসাদ্দেক

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৯:১৫ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৯:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১০ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছিল সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে ম্যাচে ফিরলেও শেষ ম্যাচে ১৫৭ রান করতে পারেনি অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ। 

দলের হারে ব্যাটিং-বোলিং দুই পক্ষকেই দায়ী করা যায়। স্পিনারদের দাপটে ম্যাচের লাগাম হাতে নিয়েছিল বাংলাদেশ। ওই স্পিনাররাই শেষ দিকে হাত খুলে রান দিয়েছেন। আবার আধুনিক টি-২০ বিবেচনায় ১৫৭ রানও বড় লক্ষ্য নয়। 

ওই রান তাড়া করতে নেমে নাজমুল শান্ত এবং মাহমুদউল্লাহ কচ্ছপ গতির ব্যাটিং করেছেন। তাদের ম্যাচ জয়ের সুযোগ হত্যাকারী ইনিংস ঠেলে দৃঢ়তা দেখিয়েও দলকে জেতাতে পারেনি আফিফ এবং শেখ মেহেদি।   

ম্যাচ শেষে সিরিজের তৃতীয় ম্যাচে টি-২০ নেতৃত্ব পাওয়া মোসাদ্দেক জানান, এক ওভারে বদলে গেছে ম্যাচ, ‘১৪তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। এরপর ওই এক ওভার সব বদলে দিয়েছে। টি-২০ ফরম্যাটে দ্রুত উইকেট হারালে সবসময়ই রান তাড়া করা কঠিন।’ 

নাসুমের ওভারটা অবশ্য বাংলাদেশ শিবিরে ভালো মতোই আঘাত করেছে। তিনি ১৫তম ওভারে পাঁচটি ছক্ক ও এক চারে ৩৪ রান হজম করেন। ওই সাহস নিয়ে ১৬তম ওভারে ১০ ও ১৭তম ওভার থেকে ১৭ রান তুলে নেয় জিম্বাবুয়ে। রানটাও নিয়ে যায় লড়াই করার পর্যায়ে।

whatsapp follow image

আরও পড়ুন

×