ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

সাত ম্যাচের টি-২০ খেলতে পাকিস্তানে আসছে ইংল্যান্ড

সাত ম্যাচের টি-২০ খেলতে পাকিস্তানে আসছে ইংল্যান্ড

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১১:০১ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১১:০১

ঠিক টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে আকর্ষণীয় এক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। দীর্ঘ ১৭ বছর পর সাত ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান আসবে ইংল্যান্ড। 

মঙ্গলবার ক্রিকেটের এলিট ওই প্রতিপক্ষের বিপক্ষে বড় সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী, ২০, ২২, ২৩ আর ২৫ সেপ্টেম্বর করাচিতে এবং ২৮, ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে সাতটি টি-২০।

ইংল্যান্ডের ওই সফরে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ছিল। এর মধ্যে টেস্ট সিরিজ আগামী বছর খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ খেলবে না। তার বদলে খেলবে সাত ম্যাচের টি-২০। ২০১৯ সালে আফ্রিকার দুই দেশ মালাউই ও মোজাম্বি সাতটির বেশি দ্বিপক্ষীয় ম্যাচ খেলেছিল।

এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে গিয়েছে। এবার আসছে আরেক এলিট দল। এর মধ্যে দিয়ে পাকিস্তান বড় টুর্নামেন্ট আয়োজনের পথেও এক পা এগিয়ে গেল। 

গোটা মৌসুমকে তাই পিসিবি বলছে- ‘বাম্পার ইন্টারন্যাশনাল সেশন’। ২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে আসছে ইংলিশরা। পিসিবির পরিচালক জাকির খান এই বাম্পার সেশনের সূচি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, আগামী বছর পাকিস্তানে বসতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপও।

whatsapp follow image

আরও পড়ুন

×