এক ওভারে ৩৪ রান : লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলেন সাইফউদ্দিনকে
বেহিসাবি খরচের তালিকায় নাসুম
এমন বিধ্বংসী ইনিংস অনেকদিনই মনে থাকবে বার্লের এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ২১:০৯
রীতিমতো ধুঁকছিল জিম্বাবুয়ে। ১৪ ওভার শেষে ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। তবে ১৫ নম্বর ওভারটিতে নাসুমের ওপর চড়াও হন রায়ান বার্ল। বাঁহাতি এ স্পিনারের ওই ওভার থেকে ৩৪ রান তুলে ম্যাচের গতিপথই পাল্টে দেন বার্ল। নাসুমের এ ওভারটি আন্তর্জাতিক টি২০-তে খরুচে বোলিংয়ের তালিকায় যৌথভাবে দ্বিতীয় এবং বাংলাদেশের পক্ষে প্রথম। লজ্জার এ রেকর্ড থেকে সাইফউদ্দিনকে মুক্তি দিয়েছেন নাসুম।
বাংলাদেশি বোলারদের দাপটের মুখে ১৪ বলে ৯ রান নিয়ে যেন কোনো রকমে টিকে ছিলেন বার্ল। কিন্তু আচমকাই বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। নাসুমের করা ১৫ নম্বর ওভারে ৫টি ছয় ও ১টি চারে তুলে নেন ৩৪ রান। আন্তর্জাতিক টি২০-তে এটাই কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। লজ্জার এ রেকর্ডটি আগে ছিল সাইফউদ্দিনের। ২০১৭ সালে এ পেসারের এক ওভারে ৩১ রান তুলে নিয়েছিলেন ডেভিড মিলার। পচেফস্ট্রুমে সেদিন ৫টি ছয় মারার পর শেষ বলে ১ রান নিয়েছিলেন প্রোটিয়া এ ব্যাটার। বাংলাদেশের বোলারদের মধ্যে খরচের তালিকায় এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। ২০১৯ সালে এই রায়ান বার্ল এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ার ড্যান ক্রিস্টান সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন। নাসুম শীর্ষে চলে যাওয়ায় সাকিব নেমে গেলেন তিনে।
আন্তর্জাতিক টি২০-তে নাসুম এই তালিকায় আছেন যৌথভাবে দুই নম্বরে। শীর্ষে আছেন দু'জন। ২০০৭ টি২০ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডে এক ওভারে ৬ ছক্কা মেরে ৩৬ তুলে নিয়েছিলেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং। গত বছর লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন উইন্ডিজের কিয়েরন পোলার্ড। নাসুমের আগে ৩৪ রান দিয়েছিলেন শিভম দুবে। ২০২০ সালে ভারতের এ পেসারের এক ওভার থেকে নিউজিল্যান্ডে টিম সেইফার্ট ও রস টেলর এ রান তুলেছিলেন।