ব্রাজিল-ইংল্যান্ডকে নিয়ে ফাইনালিসিমা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০৩:৫৯
ইউরো ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালির মধ্যে ওয়েম্বলিতে হয়েছিল ফাইনালিসিমা। যে ম্যাচে ইতালিকে হারিয়ে শিরোপা জেতেন মেসিরা।
পুরুষদের ফুটবলে এমন প্রতিযোগিতা অনেক আগ থেকেই প্রচলিত। সর্বপ্রথম ১৯৮৫ সালে এই ফাইনালিসিমা হয়। এবার নারী ফুটবলের চ্যাম্পিয়নরা একে অপরের মুখোমুখি হবে।
ক'দিন আগে নারীদের কোপা আমেরিকায় ট্রফি জিতেছিল ব্রাজিল। অন্যদিকে ইউরোর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েরা। এ দুই চ্যাম্পিয়ন আবার একে অপরের মুখোমুখি হবে।
যদিও ম্যাচটির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ইউরোপেই হবে এই ফাইনালিসিমা। উয়েফা ও কনমেবল শিগগিরই আলোচনায় বসে ঠিক করবে এই ম্যাচের দিন তারিখ ও ভেন্যু।
- বিষয় :
- ব্রাজিল-ইংল্যান্ড
- ফাইনালিসিমা