ভ্রমণ শেষ সাঁতার ও ভারোত্তোলনের!
ছবি: সংগৃহিত
ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০১:৫৬
সাঁতারের রুগ্ণ দশা ফুটে ওঠে স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে। ভার তুলতে গিয়ে ভারোত্তোলকদের অসহায়ত্ব দেখা গেছে ন্যাশনাল এক্সিবিউশন সেন্টারে।
ব্যর্থতাকে সঙ্গী করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভ্রমণও শেষ হয়ে গেছে বাংলাদেশের এ দুই ফেডারেশনের। মঙ্গলবার গেমসের সাঁতারে শেষ পর্যন্ ভরাডুবি হয়েছে আসিফ রেজা-টুম্পাদের।
মঙ্গলবার ৫০ মিটার ফ্রিস্টাইলের ছয় নম্বর হিটে সাঁতারু আসিফ রেজা আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। তাঁর টাইমিং হলো ২৬ দশমিক ৬৭ সেকেন্ড। সব মিলিয়ে হিটে ৭১ প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ৪৪তম।
একমাত্র ভারোত্তোলক হিসেবে আশিকুর রহমান তাজ নিজের ইভেন্টে পঞ্চম হয়ে নিজেকে চিনিয়েছেন। এদিন ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সবার শেষে অবস্থান নিয়ে গেমস শেষ করেছেন কাজী মনিরা।