ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

এভারেস্ট চূড়ায় দেশের মেয়েরা । সংবাদ পর্যালোচনা

এভারেস্ট চূড়ায় দেশের মেয়েরা । সংবাদ পর্যালোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৫

যে আকাশের মাঝে শুভ্র শির তুলে দাঁড়িয়ে হিমালয়, সেই আকাশেই কাল যেন লাল-সবুজের রং লেগেছিল। শৈলমালার যে গিরিশৃঙ্গ গভীর নীরব থাকে, সেখানেই কাল যেন মৃদু কোলাহল ছিল। কাল যে বাংলাদেশের মেয়েদের সুবর্ণ জয়ের জয়োধ্বনি উঠেছিল হিমালয়ের কোলে। সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরার মুকুট মাথায় তুলেছেন সাবিনা-কৃষ্ণারা। তাঁদের এই এভারেস্ট জয়ের সাধনায় মিশে রয়েছে অনেক ঘাম, ত্যাগ, উপেক্ষা আর বঞ্চনার কাহিনি।

'আমাদের জন্য ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে; সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই'- ম্যাচের আগে বলা সানজিদা আখতারের এই আকুতির মধ্যে হয়তো অভিমান মিশে ছিল; কিন্তু আকুতিটা তো আর মিথ্যা ছিল না।

ক্রিকেট আর ছেলেদের ফুটবলের পাশে কতটুকুই বা জায়গা পেয়েছেন ঘরের মেয়ে ফুটবলাররা! অথচ নিভৃতে থেকেই তাঁরা দেশের মুখ উজ্জ্বল করেছেন, নীরবে থেকেই একটা জাগরণ তুলেছেন।

আলোচনা করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলী ও সহ-সম্পাদক উম্মে রাহী।

মূল প্রতিবেদন: এভারেস্ট চূড়ায় দেশের মেয়েরা

whatsapp follow image

আরও পড়ুন

×