কী এমন হলো সিমিওনের অ্যাথলেটিকোর?

চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে হেরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০১:৪৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০১:৪৪
শুধু লা লিগায় নয় ইউরোপের এলিট দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন কোচ ডিয়াগো সিমিওনের অধীনে রক্ষণাত্মক হলেও দুর্দান্ত পাওয়ার ফুটবল দেখিয়েছে রোজি ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার রাজত্ব ভেঙে দু’বার সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন (২০১৩, ২০২০) করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার ফাইনালে তুলেছেন। ওই অ্যাথলেটিকো মাদ্রিদ, ওই সিমিওনের দল লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে উল্টো রথে ছুটছে।
লা লিগায় সিমিওনের দল সাত ম্যাচে জয় পেয়েছে চারটি। দুই হারের কারণে লিগ টেবিলে পাঁচে আছে দলটি। ওই ধাক্কা সামলে লিগে সেরা চারে ওঠার সুযোগ ভালো মতোই আছে সিমিওনের দলের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত সহজ গ্রুপে থেকেও চারে থাকা এবং গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া বড্ড চিন্তার।
মঙ্গলবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ২-০ গোলে হেরেছে। তিন ম্যাচের মধ্যে দুই হার ও এক জয়ে দলটি আছে পয়েন্ট টেবিলে চারে। ক্লাব ব্রুগ তিন ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।
অন্য দুই দল পোর্ত এবং বায়ার লেভারকুসেনের পয়েন্ট অবশ্য অ্যাথলেটিকোর সমান তিন। সিমিওনে হয়তো ওই ধাক্কাও সামলে নিয়ে পরের রাউন্ডে যেতে পারবেন। কিন্তু পোর্তর বিপক্ষে কষ্টের জয়। লেভারকুসেন ও ব্রুগের বিপক্ষে হার যেন মানা যায় না। তবে কি অ্যাথলেটিকোয় সিমিওনের এক দশকের চক্র শেষ হতে যাচ্ছে?