ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বৃষ্টি-বরফেও অনুশীলন ওকে, জানালেন সোহান

বৃষ্টি-বরফেও অনুশীলন ওকে, জানালেন সোহান

ছবি: বিসিবির ফেসবুক থেকে নেওয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৩:৫০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৩:৫০

সংযুক্ত আরব আমিরাতে ছিল গা দিয়ে ঘাম ছুটে যাওয়া গরম। সেখান থেকে নিউজিল্যান্ডের শীতে গিয়ে পড়েছেন টাইগার ক্রিকেটাররা। যেখানে তুষার পড়ছে, বৃষ্টি হচ্ছে। এর মধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ভালো প্রস্তুতি হয়েছে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান।

বিসিবির ভিডিও বার্তায় নিউজিল্যান্ড থেকে টি-২০ দলের সহ-অধিনায়ক বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। একটু শীত। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দু’দিন অনুশীলন করেছি। আগামীকালও অনুশীলন করবো। আশা করছি অসুবিধা হবে না। এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়লেও অনুশীলনের দিক থেকে আমরা ওকে।’

সাকিব আল হাসানের নেতৃত্বের সিট গরম করছেন সোহান। বুধবার শিরোপা উন্মোচন অনুষ্ঠানে ছিলেন। দল নিয়ে কথাও বললেন তিনি। সাকিবের অবশ্য মঙ্গলবার দলে যোগ দেওয়ার কথা ছিল। তার অনুপস্থিতিতে সোহান জানিয়েছেন, তাদের দলের পরিবেশ ভালো আছে। সকলে পরিশ্রম করছেন। তাদের লক্ষ্য দল হয়ে পারফর্ম করা।

সোহান বলেন, ‘দলের প্রতি বার্তা এই যে, রেজাল্ট নিয়ে চিন্তা না করে, প্রসেস ঠিক রেখে খেলতে হবে। কী হবে তা নিয়ে আগে থেকে চিন্তা না করে সততার সঙ্গে কাজ করতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। ১১ জন হয়তো পারফর্ম করবে না। কিন্তু যার যার জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে। আমরা টিম বন্ডিং নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষ। আগামী ৭ অক্টোবরের ওই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী সোহান। তিনি মনে করেন তিন দিক থেকে ধরতে পারলে ভালো করা সম্ভব, ‘পাকিস্তান অনেক ভালো দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকে ভালো করতে পারলে ভালো কিছু সম্ভব।’

আরও পড়ুন

×