গোল মেশিনের ডাবলে ম্যানসিটির পাঁচ

হল্যান্ডের গোল উদযাপন। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১৫:১০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ১৫:১০
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে কোপেনহেগেনের বিপক্ষে ৪৫ মিনিটি খেলেছেন আর্লিং হল্যান্ড। তাতেই জোড়া গোল করেছেন। তার ডাবলে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জিতেছে সিটিজেনরা।
ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় ম্যানসিটি। সপ্তম মিনিটে গোল করেন হল্যান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকার ৩২ মিনিটে করেন দ্বিতীয় গোল। তৃতীয় গোলটি পেপ গার্দিওয়ালার দল পায় আত্মঘাতী থেকে।
দ্বিতীয়ার্ধে হল্যান্ডকে বেঞ্চে বসিয়ে ২০ বছর বয়সী কোলে পালমারকে নামান পেপ। তিনি গোল না করলেও রিয়াদ মাহরেজ ও জুলিয়ান আলভারেজ গোল করেছেন।
ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান এক হালি পূর্ণ করেন মাহরেজ। এরপর ৭৬ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন ম্যানসিটির তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। তাকে দিয়ে মাহরেজ গোল করান। এ নিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় দেখল ম্যানচেস্টারের দলটি।