ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মেসির দুর্দান্ত গোলেও জয়হীন পিএসজি

মেসির দুর্দান্ত গোলেও জয়হীন পিএসজি

বেনফিকার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন মেসি। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১৫:২৭ | আপডেট: ০৬ অক্টোবর ২০২২ | ০০:০২

নয় বছর আগে লিসবনে গিয়ে হেরেছিল পিএসজি। সেই পিএসজি এখন অনেক বদলে গেছে। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ তাদের। কিন্তু এবারও বেনফিকাকে হারাতে পারলো না প্যারিসের দলটির। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। 

অথচ প্রথমার্ধে আর্জেন্টাইন সুপারস্টার মেসি করেছেন অসাধারণ এক গোল। ওই গোলে স্বস্তি শেষ করে দিয়েছেন পিএসজির পর্তুগিজ সেন্ট্রাল ডিফেন্ডার দানিলো পেরেইরা। তিনি আত্মঘাতী গোল করায় জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টোফার গালতিয়েরের দলের। 

ম্যাচের ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। মেসির পাস এমবাপ্পে-নেইমারের ওয়ান অন ওয়ান হয়ে ফিরে যায় তার কাছে। বক্সের ঠিক বাহির থেকে বাঁ-পায়ে উঁচু করে মাপা শট নিয়ে জালে জড়িয়ে দেন বার্সা থেকে পিএসজি আসা ৩৫ বছর বয়সী এই তারকা।

প্রথমার্ধের ৪১ মিনিটে সমতায় ফেরে বেনফিকা। আত্মঘাতী ওই গোলের বাইরেও পর্তুগিজ ক্লাবটি দারুণ আক্রমণ করে খেলেছে। বলের দখলে পিছিয়ে থাকলেও গত মৌসুমে গ্রুপ পর্বে বার্সাকে বিদায় করে দেওয়া দলটি পিএসজির গোলমুখে ছয়টি ভালো শট নিয়েছে। পিএসজি অবশ্য সাতবার গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

×