আমিরাতকে হারালেই সেমিতে নিগাররা
-samakal-6344da3f625de.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ২০:৫১ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ | ২০:৫১
নারী এশিয়া কাপে ভারত-থাইল্যান্ড ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কেননা থাইল্যান্ড জিতলে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ত বাংলাদেশ। তবে স্বাগতিকদের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ভারত। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। আজ সংযুক্ত আরব আমিরাতকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ।
থাইল্যান্ড লিগ পর্বের খেলা শেষ করে ৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চারে। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারালে বাংলাদেশ থাইল্যান্ডকে টপকে নেট রান রেটে চলে যাবে সেমিতে।
থাইল্যান্ডের নেট রান রেট-০.৯৪৯, বাংলাদেশের নেট রান রেট +০.৪২৩। আবার হেড টু হেরেও এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ ৯ উইকেটে।