'ফাঁস' হয়ে গেলো আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০১:২০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ | ০৭:৫৫
কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ৩০ দিন। আজ ২০ অক্টোবর। ঠিক নভেম্বরের ২০ তারিখ শুরু হবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। দোহার আল বাইত স্টেডিয়ামে সেদিন বেজে উঠবে কিক অফের বাঁশি।
সময়টা বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার। যদিও দলগুলো এখনো নিজেদের বিশ্বকাপ দলে কে কে থাকছেন, সেটা এখনো ঘোষণা করেনি। দলগুলোর বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকছেন, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
আর্জেন্টিনা দল এখনো ঘোষণা হয়নি। যদিও স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দিন দুয়েকের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার হাতে তুলে দেবেন কোচ লিওনেল স্ক্যালোনি। সেই স্কোয়াডটাই ফাঁস হয়ে গেল এবার।
আর্জেন্টিনার স্পোর্টস চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলের নাম ফাঁস করছেন। ফিফার কাছে স্ক্যালোনি এই দলটিই তুলে দিতে চান বলেও জানিয়েছেন বুলিয়ান।
ফাঁস হয়ে যাওয়া আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র্যাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, গঞ্জালো মন্তিয়েল, হেরমান পেৎজেলা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: জিওভান্নি লো চেলসো, রদ্রিগো ডি পল, আলেসান্দ্রো পাপু গোমেজ, লিসান্দ্রো পারদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, এজকিয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল কোরেয়া, জোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস অ্যালারিও/নিকোলাস ডমিঙ্গেজ/লুকাস ওক্যাম্পোস।
El calendario de la Selección Argentina rumbo a Qatar 2022 y la posible lista de 35 futbolistas ????????????
— TNT Sports Argentina (@TNTSportsAR) October 19, 2022
???? @arturobulian en #PelotaParada pic.twitter.com/9bLd2ZXWeO