ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

জিম্বাবুয়েকে অল্পতেই থামিয়ে দিল পাকিস্তান

জিম্বাবুয়েকে অল্পতেই থামিয়ে দিল পাকিস্তান

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৭:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৮:৫১

ওপেনিং জুটিতে ক্রেইগ আরভিন ও ওয়েসলে মেধেভেরে দুর্দান্ত খেলেছিল জিম্বাবুয়ে। দু'জন মিলে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে। এরপরই ছন্দপতন। মাঝে বলার মত খেলেছেন শন উইলিয়ামস। পাকিস্তানের শাদাব ও ওয়াসিমের তোপে জিম্বাবুয়ে আটকে যায় ১৩০ রানেই। জিততে হলে পাকিস্তানের লক্ষ্য ১৩১ রান।

পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। আরভিন-মেধেভেরে বেশ দ্রুতই এগোচ্ছিলো জিম্বাবুয়ে। তবে তাদের হঠাৎ ছন্দপতন হয় পঞ্চম ওভারের শেষ বলে। সে সময় হ্যারিস রউফের বলে ওয়াসিমের হাতে ধরা পড়েন আরভিন। ফেরার আগে তিনি করেন ১৯ বলে ১৯ রান। পরের ওভারে ওয়াসিমের দ্বিতীয় বলে মেধেভেরেকে সাজঘরে ফেরেন। যে কারণে দ্রুত সময়ের মধ্যে চাপে পড়ে দলটি। ঠিক সে সময় হাল ধরার চেষ্টা করেন শন উইলিয়ামস। তবে যোগ্য সঙ্গ পাননি তিনি। এ সুযোগে একের পর এক উইকেট তুলে নেন শাদাব ও ওয়াসিম। শেষ দিকে আরও আটোসাটো বোলিং করেন হারিস রউফ। যে কারণে জিম্বাবুয়ে থামে ১৩০ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান শন উইলিয়ামস।  

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান নেন ৩টি করে উইকেট। এছাড়া ১ উইকেট নেন হ্যারিস রউফ।

whatsapp follow image

আরও পড়ুন

×