কোহলিদের সমান ম্যাচ ফি ভারতের মেয়েদের
ভারতের নারী ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৭:৫১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৭:৫১
রোহিত-কোহলিদের সমান ম্যাচ ফি পাবেন ভারত নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা। পুরুষ ও নারী ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবে। এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এক ঘোষণায় টুইটারে জয় শাহ জানিয়েছেন, 'বৈষম্য মোকাবিলায় বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের জন্য আমরা সমান বেতন নীতি বাস্তবায়ন করছি। ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করে ম্যাচ ফি পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারদের জন্য সমান হবে। বিসিসিআইয়ের নারী ক্রিকেটারদের তাদের পুরুষ ক্রিকেটারদের মতো একই ম্যাচ ফি দেওয়া হবে।'
জয় শাহ আরও জানিয়েছেন, বিসিসিআই চুক্তিবদ্ধ খেলোয়াড়দের টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ রুপি করে দেবে।
সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজ এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ভারতের নারী ক্রিকেটারদের জন্য এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী বছরের নারী আইপিএলের সঙ্গে বেতন সমতা নীতি হওয়ায় আমরা ভারতের নারী ক্রিকেটারদের জন্য একটি নতুন যুগে প্রবেশ করছি। এটা বাস্তবায়ন করায় জয় শাহ স্যার ও বিসিসিআইকে ধন্যবাদ। আজ সত্যিই খুশি।’
- বিষয় :
- ভারত
- নারী ক্রিকেট দল