ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ভারত-নেদারল্যান্ডস ম্যাচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

ভারত-নেদারল্যান্ডস ম্যাচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

সিডনির গ্যালারিতে বিয়ের প্রস্তাব ভারতীয় সমর্থকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১১:২২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১১:২২

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় একই গ্রুপের দল ভারত-নেদারল্যান্ডস। ম্যাচ চলাকালীন সিডনির গ্যালারিতে ভারতের এক সমর্থক বিয়ের প্রস্তাব দিলেন তার বান্ধবীকে। ৪৮ হাজার দর্শকের সামনে সেই বান্ধবীও 'হ্যাঁ' বলতে বেশি সময় নেননি। তাদের স্মরণীয় সে মুহূর্তটি আবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডস ব্যাট করার সময়। ডাচদের ইনিংসের সপ্তম ওভার চলছে। বল করছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি প্রথম বল করার পরেই গ্যালারিতে থাকা ওই দুই সমর্থদের দিকে ক্যামেরা ঘোরানো হয়। 

তখনই দেখা যায় ওই যুবক পকেট থেকে আংটি বের করে তার বান্ধবীকে পরিয়ে দিচ্ছেন। আশপাশের সমর্থকরা তখন চিৎকার করে সেই যুগলকে উৎসাহ দিতে ব্যস্ত। হাসি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে করতেই যুবককে সম্মতি জানান তার বান্ধবী। তারপর ভালোবেসে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। আশপাশের সমর্থকরাও উল্লাসে ফেটে পড়েন। দুজনের হাসিমুখের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

whatsapp follow image

আরও পড়ুন

×