হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বিশ্রামে লিটন
লিটন দাস
ক্রীড়া প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ১৯:১৪
২৭ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলা লিটন চোট পেয়েছেন বুধবার অ্যাডিলেডে। ভারতের বিপক্ষে বৃষ্টির পর ব্যাট করতে নেমে পা পিছলে পড়ে যান তিনি। স্লিপ করায় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। যে কারণে নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রান্ত বদল করতে গিয়ে রানআউট হন।
খেলা শেষে জানা গেছে হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় জোরে দৌড়াতে পারছিলেন না লিটন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে উইকেটরক্ষক এ ব্যাটারের চোট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'পুরোনো জায়গায় টান পড়েছে। আজ (গতকাল) ওকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। কাল (আজ) পর্যবেক্ষণ করে দেখা হবে পরের ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) খেলতে পারবে কিনা।'
বিশ্বকাপ শেষে ডিসেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আছে বাংলাদেশের। হোম সিরিজে লিটনের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে পেতে চাইবে দল।