ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

চোটে বিশ্বকাপ শেষ লো সেলসোর

চোটে বিশ্বকাপ শেষ লো সেলসোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০০:০৩ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০০:০৩

শুরুতে শঙ্কা ছিল বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলা নিয়ে। তবে পেশির চোটে শেষ পর্যন্ত কাতারের আসর থেকেই ছিটকে গেলেন আর্জেন্টিনা মিডফিল্ডের অন্যতম ভরসা জিওভানি লো সেলসো। লো সেলসোর ক্লাব ভিয়ারিয়াল জানায় চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। যা কার্যত শেষ করে দিয়েছে এই আর্জেন্টাইনের বিশ্বকাপ খেলার ক্ষীণ সম্ভাবনাও।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জোর সম্ভাবনা ছিল লো সেলসোর। এমনকি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া সত্ত্বেও তাকে সময় দিতে অফিসিয়াল বিবৃতি দিতেও দেরি করে ভিয়ারিয়াল। কিন্তু গতকাল সব শঙ্কা বাস্তবে রূপ নেয়।

'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, আর্জেন্টিনার রোজারিও থেকে ওঠে আসা লো সেলসোর ইনজুরি বেশ গুরুতর। ফলে অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই। যদিও শুরুতে বিশ্বকাপ খেলার আশায় অস্ত্রোপচার এড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা বিফলে গেছে।

স্কালোনি কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'লো সেলসোর কোনো বিকল্প নেই।' তবে এবার বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হবে স্কালোনিকে। বদলি হিসেবে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজকে।

আরও পড়ুন

×