ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

যেমন হতে পারে ব্রাজিল ম্যাচের একাদশ, আলো যার দিকে

যেমন হতে পারে ব্রাজিল ম্যাচের একাদশ, আলো যার দিকে

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৫:৪৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৫:৪৮

ব্রাজিলের গ্রুপে বড় প্রতিপক্ষের নাম সুইজারল্যান্ড। ইনজুরির কারণে লড়াই জমার আভাস পাওয়া ম্যাচে খেলতে পারবেন না প্লে মেকার নেইমার জুনিয়র ও রাইট ব্যাক দানিলো। তাদের জায়গায় কে খেলবেন তা খোলাস করেননি ব্রাজিল কোচ তিতে। ধারণাও দেননি তিনি। 

তবে কোচ জানিয়েছেন, সিনেমার মতো ম্যাচটা দৃশ্যপটের বাইরে থেকে নতুন কারো নায়ক হওয়ার। নতুন কেউ বলতে রদ্রিগো ডি গোয়েস এবং ফ্রেডের নাম শোনা যাচ্ছে বেশি। এর মধ্যে ফ্রেডকে সেন্ট্রাল ডিফেন্সে রেখে লুকাস পাকুয়েতাকে খেলানো হতে পারে প্লে মেকিং পজিশনে। কারণ ওই পজিশনে তিনি আগেও খেলেছেন। 

ফ্রেড শুরুর একাদশে থাকলে রাইট ব্যাক পজিশনে দানি আলভেসকে খেলোনোর ঝুঁকি ব্রাজিল নিতেই পারে। অভিজ্ঞতার পাশাপাশি টেকনিকে তিনি বেশ এগিয়ে। ফুল ব্যাক দিয়ে আক্রমণে উঠতে দানিই সেরা অপশন। তবে এদের মিলিতাও শুরু থেকে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

ভিনিসিয়াস জুনিয়র: সার্বিয়ার বিপক্ষে ম্যাচে অসাধারণ খেলেছেন তরুণ ভিনিসিয়াস। তার বিশ্বকাপে ব্রাজিলের শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় ছিল। ভিনি প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে জায়গা পাকা করে নিয়েছেন। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণের মেইন ম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হবে তাকে। আগের চেয়ে বেশি অংশ নিতে হবে বিল্ড আপে।

গ্রানিথ সাকা: রক্ষণে ও আক্রমণে সুইসদের ভালো কিছু খেলোয়াড় আছেন। ডিফেন্ডার আকানজি, রদ্রিগুয়েজরা অভিজ্ঞ। আক্রমণে জর্ডান শাকিরি, ব্রেল এমবেলো আলো কাড়তে পারেন। কিন্তু ব্রাজিলের আক্রমণ লাইন ভাঙতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আর্সেনালে খেলা মিডফিল্ডার গ্রানিথ সাকা। তিনি কাসেমিরোর মতোই শারীরিকভাবে শক্তিশালী এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রমাণিত। সাকার ‘বিটুইন দ্য লাইন’ ভাঙার কৌশল নিয়েই নামতে হবে সেলেকাওদের। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানি আলভেস, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র। 

সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ: ইয়ান সমার, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেডি, রিকার্ডো রদ্রিগুয়েজ, রেমো ফেউলিয়র, গ্রানিথ সাকা, জিব্রির শো, জর্ডান শাকিরি, ব্রেল এমবোলো, রুবেন ভার্গাস। 

আরও পড়ুন

×