সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচে রাজনৈতিক উত্তাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৯
'জি' গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে আজ সার্বিয়ার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। মধ্য ইউরোপের দুই দেশের মধ্যে প্রায় ৬০০ মাইল দূরত্ব থাকা সত্ত্বেও রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তাই আজ শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার লড়াই ভিন্ন মাত্রা পেতে পারে।
গত শতাব্দীর নব্বইয়ের দশকের বলকান যুদ্ধের প্রভাব দেখা যেতে পারে আজ দোহার ৯৭৪ স্টেডিয়ামে। রাশিয়া বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দেশ। তখন ২-১ গোলে জেতে সুইজারল্যান্ড। সার্বিয়ার সামনে এবার প্রতিশোধের সুযোগ।
সুইজারল্যান্ডের জন্য সমীকরণটা সহজই। সার্বিয়ার বিপক্ষে জিতলে তো অবশ্যই, ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তারা। যদি না গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনের কাছে ব্রাজিল হেরে বসে। ক্যামেরুন জিতলে ও সুইসরা ড্র করলে দুই দলের পয়েন্ট হবে ৪। তখন গোল পার্থক্যে গ্রুপ রানার্সআপ নির্ধারিত হবে। সার্বিয়ার সামনে জয় ছাড়া কোনো পথ নেই। সুইজারল্যান্ডের পয়েন্ট ৩, ক্যামেরুন ও সার্বিয়া সমান ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
সম্প্রতি বড় টুর্নামেন্টে নকআউটে ওঠার রেকর্ড ভালো সুইজারল্যান্ডের। শেষ দুটি বিশ্বকাপ ও ইউরোতে অন্তত শেষ ষোলোতে খেলেছে। অন্যদিকে ১৯৯৮ সালের পর থেকে তিনটি আসরে খেললেও নকআউটে ওঠেনি সার্বিয়া।