ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার কোচ

বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার কোচ

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ১০:০৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ১০:০৯

দেয়ালে দেয়ালে বিশ্বকাপের রঙ, ঘরের ছাদে কিংবা চালে প্রিয় দলের পতাকা। ভক্তদের নিজস্ব ঢংয়ে বিশ্বকাপের সাজ। কেউ প্রিয় দলের রঙয়ে ঘরের দেয়াল সাজাচ্ছেন, কারো রুটি-রুজির সংস্থানে লেগেছে ব্রাজিল-আর্জেন্টিনার রঙ। এসব বিশ্ব মিডিয়ায় জায়গা পেয়েছে। তবে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে খেলা নিয়ে ভক্তদের উন্মাদনা পৌঁছে গেছে মেসিদের কানে।  

বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের তাই আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে। শুক্রবার ধন্যবাদ জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এসব ধন্যবাদ বার্তা ভার্চুয়াল মাধ্যমে সীমাবদ্ধ ছিল। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে সরাসরি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ দিয়েছেন। 

বাংলাদেশের ভক্তদের বিশ্বকাপের উন্মাদনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে মেসিদের কোচ স্কালোনি বলেন, ‘আমাদের ডিয়াগো ম্যারাডোনা ছিলেন। এখন আছেন লিওনেল মেসি। তাদের মাধ্যমে আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের গর্বিত করে যে, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ আমাদের সমর্থন দাঁড়ায়। বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ।’ 

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে অস্ট্রেলিয়া। এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা দেশটি কখনও কোয়ার্টারে যেতে পারেনি। তবু আর্জেন্টিনার কোচ স্কালোনি প্রতিপক্ষ নিয়ে সর্বোচ্চ সতর্ক, ‘আমরা বিশ্বকাপে শেষ ঘামটুকু ঝরাতে প্রস্তুত। দিন শেষে এটা ফুটবল এবং আমরা জানি প্রতিটি ম্যাচ কত কঠিন। বিশ্বকাপে দলগুলো খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে।’

আরও পড়ুন

×