কাঁদলেন রোনালদো, কোচকে কটাক্ষ জর্জিনার
-samakal-63957d638894f.jpg)
রোনালদোকে বেঞ্চে রাখায় ক্ষেপলেন জর্জিনা।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০০:৪৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০০:৪৯
পর্তুগাল মাঠে নামছে অথচ ক্রিশ্চিয়ানো রোনালদো নেই, এমনটি ভাবাও যায় না। তেমনটাই ঘটলো এবারের বিশ্বকাপে পর্তুগালের শেষ ষোলো ও কোয়ার্টারের ম্যাচে। শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেলেও কোয়ার্টারে মরক্কোর সাথে পেরে উঠেনি ইউরোপের দেশটি। দুই ম্যাচেই রোনালদোকে শুরুর একাদশে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস।
রোনালদো শুরুর একাদশে না থাকায় সমালোচনা উঠছে পুরোদমে। অনেকেই পর্তুগীজ কোচকে ধুয়ে দিচ্ছেন। সিআরসেভেনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজও মনে করছেন, কোচের ইগোর জন্যই বাইরে বসতে হয়েছে রোনালদোকে আর ম্যাচ হেরেছে পর্তুগাল।
গত রাতে মরক্কোর বিপক্ষে হেরে অশ্রুভেজা চোখে মাঠ ছেড়েছেন পর্তুগীজ তারকা রোনালদো। প্রেমিকের চোখের জল মেনে নিতে পারেননি জর্জিনা। ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদোর হাসিমুখের ছবির সঙ্গে জর্জিনা লিখেছেন, 'আজ তোমার কোচ যাকে বন্ধু ভাবো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, সবসময় যার প্রশংসা শুনি তোমার মুখে, যাকে এত সম্মান করো তুমি।'
এখানেই না থেমে জর্জিনা আরও বলেছেন, 'তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দলের খেলায় কতটা পরিবর্তন হয়েছে, তা সারা বিশ্ব দেখল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তোমার মতো একজনকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করল না! জীবন আমাদের আমাদের প্রতিদিন শেখায়। আজও আমরা হারিনি, অনেক কিছু শিখলাম।'
কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে রোনালদোর ঠান্ডা যুদ্ধ প্রকাশ্যে আসছে। যদিও ম্যাচের পর পর্তুগালের কোচ বলেছেন, 'রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই। ম্যাচে কৌশলগত কারণে রোনালদোকে শুরুতে মাঠে নামাননি তিনি।'
তবে রোনালদোকে শুরুর একাদশে না রেখে ম্যাচ হারায় কোনো অনুশোচনা নেই পর্তুগালের কোচের। ম্যাচশেষে তিনি বলেন, 'আমার এ নিয়ে কোনও অনুশোচনা নেই। এটা কোনো কিছুই পরিবর্তন করতো না। সুইসদের বিরদ্ধে দুর্দান্ত খেলা দলে পরিবর্তন আনার কোনও কারণই দেখি না আমি।'