সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

কাতার বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০১:১৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০১:১৩
৩২ দলের কাতার বিশ্বকাপ থেকে রইলো বাকি ৪। বিশ্বকাপের গ্রুপপর্ব, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচের পথ-পরিক্রমা পেরিয়ে এখন সেমিফাইনালের লড়াইয়ের পালা। ইউরোপের দুটি, লাতিন অঞ্চলের একটি ও আফ্রিকা থেকে একটি দল সেরা চারের টিকিট কেটেছে। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ব্রাজিল, বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ডের মতো ফেভারিট দলগেুলো বাদ পড়ে গেছে।
শেষ কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোল হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। একই দিন রাতে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে আর্জেন্টিনা। গতরাতে তৃতীয় কোয়ার্টারে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো।
শেষ ধাপে চলে এসেছে মাসব্যাপী চলা বিশ্বকাপের সূচি। ডিসেম্বরের ১৩ তারিখে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়বে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। পরেরদিন ১৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করবে মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
একনজরে সেমিফাইনালের সময়সূচি:
১৪ ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, রাত ১টা, লুসাইল স্টেডিয়াম
১৫ ডিসেম্বর: ফ্রান্স বনাম মরক্কো, রাত ১টা, আল বায়াত স্টেডিয়াম।