পেনাল্টি মিসে ব্যর্থতার দায় নিলেন কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০২:১১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০৬:২৮
ইংলিশদের স্বপ্ন দেখাচ্ছিলেন হ্যারি কেইন। সেই হ্যারি কেইনেই স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। পেনাল্টি মিস করে শিরোপার আক্ষেপ বাড়লো আরো। ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল ফ্রান্স। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।
৭৮ মিনিটে জিরুদের গোলে ফরাসীরা এগিয়ে গেলে বিদায়ের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। ৮৫ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। ডি বক্সের ভেতর হার্নান্দেজের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয়। কিন্তু হ্যারি কেইন এত জোরেই শট নিলেন যে বল চলে গেল গোলবারের উপর দিয়ে। অথচ এই গোলটি করতে পারলেই ফ্রান্সের বিপক্ষে ২-২ সমতা চলে আসে ইংল্যান্ডের। এমনটা হলে অতিরিক্ত সময়ের সুযোগ পেতো ইংলিশরা। কিন্তু ব্যর্থ স্পটকিকে বিশ্বকাপ স্বপ্নটাকেই যেন দূরে ছুড়ে মারলেন হ্যারি কেইন।
ম্যাচ শেষে এই কঠিন পরিস্থিতির দায়ভার নিজের কাঁধে নিয়েছেন কেইন, 'নিজের ও দলের দায় নেওয়া কঠিন। ছেলেদের নিয়ে গর্বের শেষ নেই। আমরা ভালো খেলেছি, ভালো সুযোগ বানিয়েছি। কিন্তু ফুটবল ছোট্ট মুহূর্তে নিচে নামিয়ে দিয়েছে। অধিনায়ক হিসেবে এবং পেনাল্টি মিস করা খেলোয়াড় হিসেবে আমি দায়ভার নিচ্ছি। আমার প্রস্তুতিতে কোন ঘাটতি ছিল না।
এমনিতে দলের সেরা পেনাল্টি টেকার বলা হয় হ্যারি কেইনকে। পেনাল্টি নিতে গিয়ে বিশ্বাসের কোন ঘাটতি ছিল না তার, 'আমি এটা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। যেভাবে চেয়েছি সেভাবে প্রয়োগ করতে পারিনি। এটা এমন কিছু যেটার ব্যর্থতা নিয়েই আমাকে বাঁচতে হবে।'