মরক্কোকে সেমিতে তোলা কোচ কে এই রেগরাগুই

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ১০:৫৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ১১:০৭
মাত্র দুই ম্যাচ জাতীয় দলের ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে এসেছিলেন ওয়ালিদ রেগরাগুই। মাদাগাস্কার ও চিলির বিপক্ষে ওই দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপে মরক্কোর কোচ থাকার কথা ছিল বসনিয়ান কোচ ভাহিদ ভালিহোদজিরগের। গত আগস্টে ছাঁটাই হন তিনি। ‘স্বেচ্ছাচারী কোচ’ হিসেবে তাঁর দুর্দাম ছিল। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক অবনতির জেরে মরক্কোকে বিশ্বকাপে তুলেও চাকরি হারান তিনি।
নেদারল্যান্ডসকে না করে মরক্কোয় খেলা চেলসির হাকিম জায়েখের প্রতি ‘অবিচারের’ অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জায়েখ গত বছরের ১৪ মার্চ হুট করে অবসরের ঘোষণা দেন। যার পেছনে ভাহিদের হাত ছিল বলে মনে করা হয়। পরে তিনি অবসর ভেঙে ফিরতে চাইলে রাজি হননি বসনিয়ান কোচ।
তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ওয়ালিদ রেগরাগুইকে। তার জন্ম ফ্রান্সে। ১৩ বছরের ক্লাব ক্যারিয়ার অতটা আকর্ষণীয় নয়। যদিও ইউরোপের লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন তিনি। মরক্কোর হয়ে এই রাইট ব্যাক আট বছরে ৪৫ ম্যাচ খেলেছেন।
মাঠে তিনি সত্যিকারের নেতাই ছিলেন। বুট জোড়া তুলে রাখার অল্পদিনের মধ্যেই ২০১২ সালে মরক্কোর সহকারী কোচ হন তিনি। বেশিদিন টিকতে পারেননি। হেড কোচের সঙ্গে চাকরি যায় তারও।
ওয়ালিদ ছয় বছর মরক্কোর ফেইথ স্পোর্টস ক্লাবে কাজ করেছেন। প্রথম মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হন, পরের মৌসুমে রানার্সআপ। ওই চাকরি ছেড়ে স্বল্প মেয়াদে কাতার ও মরক্কোর ক্লাবে কাজ করেছেন।
জাতীয় দলের কোচ হওয়ার সুযোগটা কুড়িয়ে পাওয়া তার। পাকা চাকরিও নয়। চাকরির মেয়াদ লম্বা করতে বিশ্বকাপে ভালো কিছু দেখাতে হতো তার। মরক্কোর ফেডারেশন ও ফুটবলপ্রেমীদের বিশ্বাস ছিল, ওয়ালিদের মতো নেতা ভালো কিছুই দেবেন। দেশকে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে তুলে তিনি প্রত্যাশা মিটিয়েছেন। দেখছেন বড় স্বপ্ন।