আর্জেন্টিনাকে ‘বাজে বিজয়ী’ বলায় ক্ষেপলেন কোচ স্কালোনি

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৯:২০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৯:২০
আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মাঠে, মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছে। দুই দলের খেলোয়াড়রা মাঠে হাতাহাতি করেছেন। কোচিং স্টাফদের সঙ্গে খেলোয়াড়রা তর্কে জড়িয়েছেন। পেনাল্টির সময় একে অপরকে ‘স্লেজিং’ করেছেন। ম্যাচের পরে লিওনেল মেসি, এমি মার্টিনেজ এবং লুইস ফন গালরা একে অপরের প্রতি ‘কাঁদা ছোড়াছুড়ি’ করেছেন।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও ওই লড়াইয়ের রেশ থেকে গেছে। মাঠে ধাক্কাধাক্কি, পেনাল্টি জিতে প্রতিপক্ষের সামনে গিয়ে উল্লাস এবং ম্যাচ শেষে কথার লড়াইয়ের কারণে আর্জেন্টিনাকে ‘বাজে বিজয়ী’ বলে সম্বোধন করা হয়েছে। সংবাদ সম্মেলনে যার জবাব দিয়েছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।
তার মতে, যে ম্যাচে যেমন দরকার তেমনই খেলেছে তার দল। ওই ম্যাচ এখন অতীত। তা নিয়ে ভাবতে চান না তারা, ‘আর্জেন্টিনা ভালো বিজয়ী না, এই ধারণা এখানেই শেষ করা উচিত। যে প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, তাদের প্রতি পূর্ণ সম্মান আছে আমাদের। আমরা তো সৌদি আরবের বিপক্ষে হেরেছিলাম, কই কথা বলিনি তো!’
কোপা আমেরিকার ফাইনালের উদাহরণও টেনেছেন তিনি। দুই ‘চিরশত্রু’ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা একে অপরের প্রতি খেলোয়াড়সুলভ আচরণ করেছিল বলে উল্লেখ করেন, ‘ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকায় আমরা সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ করেছি। মারাকানার টানেলে মেসি, নেইমার, পারদেস বসে আড্ডা দিয়েছে। অন্য ম্যাচে ডাচদের বিপক্ষে যেভাবে খেলা দরকার আমরা সেভাবেই খেলেছি, তারাও খেলেছে।’
এছাড়া মেসির ভবিষ্যত নিয়ে প্রশ্নেও বিরক্তি প্রকাশ করেন তিনি। কাতার বিশ্বকাপেই মেসির শেষ কিনা ইত্যাদি প্রশ্নে তিনি বলেন, ‘দেখা যাবে, সে বিশ্বকাপের পরে খেলা চালিয়ে যেতে চায় কিনা এবং আমরা তার ফুটবল উপভোগ করে যেতে পারে কিনা।’ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া।