ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ক্রোয়াটদের আঘাত করার জায়গা খুঁজে বের করেছে আর্জেন্টিনা

ক্রোয়াটদের আঘাত করার জায়গা খুঁজে বের করেছে আর্জেন্টিনা

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৩

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি পরিকল্পনার মানুষ। আর্জেন্টিনার প্রথাগত ফুটবল খেলার ধরণ ভেঙে দিয়েছেন তিনি। শুধু বলের পজিশন নিয়ে না ভেবে তার দল পাল্টা আক্রমণ করে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা খুঁজে সেভাবে খেলান দলকে। ম্যাচ ধরে পরিকল্পনা করেই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা জিতেছেন তিনি। 

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হারলেও পরে মেসি-ডি পল-এনজো ফার্নান্দেজদের নিয়ে কৌশলের মারপ্যাচ দেখিয়েছেন। এবার সেমিফাইনালে ক্রোয়াটদের বিপক্ষে তার কৌশলের জোর দেখানোর পালা। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, তারা ক্রোয়াটদের কোথায় আঘাত করতে হবে তা খুঁজে বের করেছেন। 

স্কালোনি বলেন, ‘তারা (ক্রোয়েশিয়া) অনেক দলকে ঝামেলায় ফেলেছে। আমি তাদের মূল খেলোয়াড় কিংবা শক্তি-দুর্বলতা নিয়ে কথা বলতে চাই না। শুধু বলবো, তাদের কোথায় আঘাত করতে হবে, তা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। তবে এগুলো কখনও কাজে দেয়, কখনও দেয় না।’ 

স্কালোনি জানিয়েছেন, তারা মাঠে সেরাটা দিয়ে খেলবেন। তবে সেরা দল সবসময় জিতবে বিষয়টি এমন নয়, ‘আমরা মাঠে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। মাঝে মধ্যে ভাগ্যেরও দরকার পড়ে। আমরা যদি সেরা পারফরম্যান্স দিতে পারি, তাহলে লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ হবে। কিন্তু এটা ফুটবল, সবসময় সেরা দল জয় পায় না।’ 

ক্রোয়াটদের বিপক্ষে মার্কোস অ্যাকুইনা এবং গঞ্জালো মন্টিয়েল কার্ড জটিলতার খেলতে পারবেন না। স্কালোনি জানিয়েছেন, তারা না থাকলেও সমস্যা হবে না তার দলের। ডি মারিয়া এবং ডি পলের পূর্ণ ফিট হওয়ার ভালো খবরও দিয়েছেন ২০০৬ বিশ্বকাপে মেসির সঙ্গে ডাগআউট ভাগাভাগি করা স্কালোনি। জানিয়েছেন যে, সেমিফাইনালেও তারা নিজস্ব কৌশলে ফুটবল খেলবেন। 

এছাড়া ক্রোয়াটদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মডরিচকে ভালো লাগার কথাও বলেছেন আর্জেন্টিনার কোচ, ‘আমাদের অনেকের জন্য সে আদর্শ। শুধু তার ফুটবল প্রতিভার কারণে নয়, তার ব্যবহারের জন্যও। আমি বলবো, তার খেলা উপভোগ করা উচিত। ফুটবল ভালোবাসলে তার খেলা উপভোগ করতেই হবে।’

আরও পড়ুন

×