ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

স্বপ্ন থেকে দুই পা দূরে

স্বপ্ন থেকে দুই পা দূরে

আজ জিতলেই বিশ্বকাপ ফাইনালে। সেমিফাইনালের আগে কঠোর অনুশীলনে মেসিরা -এএফপি

দোহা থেকে, সঞ্জয় সাহা পিয়াল

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ২১:২৪

এই জলসার আয়োজন ফিফারই। দলগুলোর খেলার আগের রাতে কাশফির ফ্যানজোনে সমুদ্রের ধারে সমর্থকদের মাতিয়ে তুলতে সে দেশের সংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা থাকে। গত রাতে সেখানে একপাশে বাঁশিতে মোৎজার্টের সুর যেমন উঠেছিল, তেমনি একটু দূরে এক দল ছেলেমেয়ে ট্যাঙ্গো নাচেও বুঁদ হয়েছিল। যেন মনে করিয়ে দেওয়ার চেষ্টা- আজ সেমিফাইনালের মাঠেও এভাবে ক্রোয়াটদের মোৎজার্টের সুরের পাশাপাশি আর্জেন্টাইনদের ট্যাঙ্গোও ছন্দ তুলবে ফুটবল বিশ্বে। যদিও একটা বিশ্বাস নিয়ে কাল থেকেই কাতারে আসা আর্জেন্টাইনরা খুব আহ্লাদিত হয়ে আছে- বিশ্বকাপের সেমিফাইনালে তারা কখনোই হারে না। ইতিহাস বলে, ১৯৩০, ১৯৮৬, ১৯৯০ এর পর ২০১৪- প্রতিবারই সেমিতে জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আজও কি ইতিহাস কথা বলবে মেসিদের হয়ে?

'ক্রোয়েশিয়া দারুণ একটি দল। ম্যাচটি তাই মোটেই সহজ হবে না। জানি বেশ কিছু চ্যালেঞ্জ আসবে আমাদের সামনে। তবে আর্জেন্টিনা তৈরি। আমরাও কৌশল ঠিক করে রেখেছি।' ম্যাচের আগের দিন সাংবাদিকদের সামনে এসে আর্জেন্টাইন কোচ স্কালোনি নিশ্চয় বলবেন না- তাঁর ভেতরের কোনো তোলপাড় সামনে আনবেন না। তবে এটা তিনি ঠিকই জানেন, ওসব মোৎজার্টের সুর নয়, মডরিচদের এই ক্রোয়াটরা তাঁদের পূর্বসূরিদের মতোই একেকজন বলকান যোদ্ধা। তাঁরা মাঠে প্রতিপক্ষকে গতি আর স্কিল দিয়ে যে কোনোভাবেই আটকে দিতে পারে। গেল ৯টি নকআউট ম্যাচের আটটিতে জিতেই মডরিচরা প্রমাণ করেছেন, স্নায়ু তাঁদের কতটা শক্ত। মাঝমাঠে লুকা মডরিচ, মাতেও কোভোচিচ আর মার্সেলো ব্রনোভিচ- ক্রোয়েশিয়া দলের এই নামগুলো এখনও ব্যথা দেয় ব্রাজিলিয়ানদের মনে। মাঠে তাঁদের গতির কাছে সেদিন বারবার আটকে গিয়েছিলেন নেইমাররা। তা যাক সে কথা, আজ কিন্তু এই ক্রোয়াটদের আটকানোর জন্য আর্জেন্টাইন কোচ তিন সেট উত্তরপত্র তৈরি করে রেখেছেন! মিডিয়া সেন্টারের এক আর্জেন্টাইন সাংবাদিক ফাঁস হওয়া প্রশপত্রের মতোই তা মোবাইল স্ট্ক্রিন থেকে দেখালেন- স্কোলোনির প্রথম সেট:৪-৩-৩, যেখানে ডি মারিয়া-আলভারেজ আর মেসি থাকবেন আক্রমণ ভাগে। দ্বিতীয় সেট:৫-৩-২, যেখানে রক্ষণভাগে ৫ জন রাখা হয়েছে। আগে গোল পেয়ে গেলে এভাবেই ডিফেন্সে চলে আসবে আর্জেন্টিনা। আর তৃতীয় সেট:৪-৪-২, যেখানে মাঝমাঠের দখল নিতে অ্যালিস্টার, ডি পল, পারদেস আর এনজো ফার্নান্দেজ সক্রিয় থাকবেন।

ক্রোয়েশিয়া দলটি যে আজকের ম্যাচেও ডিফেন্স শক্ত রেখে কাউন্টারে যেতে চাইবে, তা এক প্রকার যেন নিশ্চিত ধরে নিয়েছে বিভিন্ন দেশের মিডিয়া। এই দলটির অন্যতম দুর্বলতা হলো- গোল স্কোর না করা। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি চারটি ম্যাচে মাত্র দুটি গোল পেয়েছে তারা। তাও আবার একটি ব্রাজিলের সঙ্গে ১১৬ মিনিটে। এভাবে প্রতিটি ম্যাচই অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার মানসিকতায় ভোগাতে পারে ক্রোয়াটদের। কেননা টাইব্রেকারে কিন্তু মেসির আর্জেন্টিনাও প্রস্তুত, ট্যাঙ্গো নাচ দেখিয়ে দিতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ। গত বিশ্বকাপের পর থেকে টাইব্রেকারে নিজেদের অতীত দুর্বলতা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। তা ছাড়া আজকের ম্যাচে ইউরোপিয়ান এই দলটির খেলোয়াড়দের উচ্চতা আর গতির জন্য নির্দিষ্ট কৌশলও নাকি ঠিক করেছেন স্কালোনি। প্রয়োজনে লং পাস আর স্পট কিকের ওপর জোর দেবেন মেসিরা।

তবে স্কালোনির মতো ক্রোয়াট কোচ জল্গাতকো দালিচও বেশ স্মার্ট। আগের বিশ্বকাপের ফাইনাল খেলা এই কোচ জানেন, কীভাবে 'বিগফিশ' ধরতে হয়। 'আমরা জানি, এখানে বড় ধরনের সমর্থক গোষ্ঠী নিয়ে এসেছে আর্জেন্টিনা। লাতিন এই দলটি নিয়ে আমরা স্টাডি করেছি। তাদের জন্যও আলাদা পরিকল্পনা করেছি।' দালিচের কথায় হালকা তাচ্ছিল্যের সুর ছিল। এর আগে দু'দলের ৫ বারের মুখোমুখিতে দুটি করে জয় তাদের, আর সর্বশেষ গত বিশ্বকাপের গ্রুপ পর্বে মেসিদের ৩-০ গোলে হারিয়েছিলেন মডরিচরা। 'ওসব রেকর্ড, তথ্য, পরিসংখ্যান বাদ দিন। ক্রোয়েশিয়াকে বিশ্নেষণ করতে গেলে ওসব বাইরে রাখতে হবে।' দালিচের এই মন্তব্যের পর তাঁর চেহারাটা ডাচ কোচ ফন গালের মতোই লাগছিল যেন! আজও মাঠে একটা অশান্তির আঁচ তাতে স্পষ্ট ছিল।

আরও পড়ুন

×