মেসিদের ছাদখোলা বাসে ব্রিজ থেকে সমর্থকদের লাফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০০:৩৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০০:৩৯
ছাদখোলা বাসে চলছিল বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসিদের উদযাপন। স্বাভাবিকভাবেই সমর্থকদেরও আনন্দ-উৎসব হয়ে পড়েছিল লাগামহীন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গাও। এর মধ্যেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মেসিদের বহনকারী বাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়। ব্রিজ থেকে লাফ দিয়ে মেসিদের বাসে পড়েছেন ভক্ত ও সমর্থকেরা।
জানা গেছে, মেসিরা রিচেরি হাইওয়েতে আসার সময় ব্রিজের ওপর থেকে দু'জন সমর্থক লাফ দেন বাসের ছাদের ওপর। খেলোয়াড়েরা বারবার নিষেধ করলেও কাজ হয়নি। দু'জনের একজন বাসের ছাদে পড়েন। খেলোয়াড়েরা রক্ষা করেন যেন কোনও বিপদ না হয়। আরেক সমর্থক বাসের পেছনে কিছুক্ষণ ঝুলে থাকার পর ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, বিশ্বকাপ জয়ের এই উৎসবে অংশ নিতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় প্রায় ৫০ লাখ জনতার ঢল নামে। বিজয়ের আনন্দ উদ্যাপনের সময় হতাহতের ঘটনাও জানা গেছে। এখন পর্যন্ত ১৮ জনের আহতের ঘটনা জানা গেছে।
Fans jump from a bridge on Argentina’s team bus. One falls, taken away on a stretcher, but still singing.
— Adriano Del Monte (@adriandelmonte) December 20, 2022
Never seen anything like this! ????????????pic.twitter.com/HsT9DTTvj8