ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

প্যারেডে শরীর ‘পুড়ে’ গেছে পাপু গোমেজের

প্যারেডে শরীর ‘পুড়ে’ গেছে পাপু গোমেজের

আর্জেন্টাইন মিডফিল্ডার পাপু গোমেজ। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৫:৩২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:০১

কাতার বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনার চলছে উদযাপন। ফুটবলাররা বুয়েন্স এইরেসের রাস্তায় শোভাযাত্রা শুরু করেন। ছাদখোলা বাসে প্যারেড করছিলেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। তাদের যাওয়ার কথা ছিল ওবেলিস্কো ভাস্কর্যের সামনে। 

অতিরিক্ত ভিড়ের কারণে ওই যাত্রা পরিকল্পনা মতো শেষ করা সম্ভব হয়নি। সংবাদ মাধ্যমের মতে, রাস্তায় প্রায় ৫০ লাখ লোক জড়ো হয়েছে। যে কারণে মেসিদের শোভাযাত্রা এগোচ্ছিলো না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের শোভাযাত্রা বন্ধ করার নির্দেশনা দেওয়ায় হেলিকপ্টারে করে খেলোয়াড় ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে। 

ওই শোভাযাত্রায় থাকা ফুটবলার পাপু গোমেজ সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে জানিয়েছেন, রোদে- গরমে তার শরীর এক প্রকার পুড়ে গেছে। আর্জেন্টাইন খেলোয়াড়রা শেতাঙ্গ। তবে গোমেজ একটু বেশিই। অনেকটা ‘ধবল রোগীর’ মতো। রোদে-গরমে তার গা-মুখ লাল হয়ে গেছে। 

সেভিয়ায় খেলা মিডফিল্ডার পাপু গোমেজ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার এখন এলোভেরা দরকার।’ এছাড়া তাদের ছাদ খোলা গাড়ি যখন ভক্তদের ভিড়ে আটকা পড়েছিল তাকে ভিড় কমানোর জন্য টাকা ছড়াতে দেখা গেছে।

whatsapp follow image

আরও পড়ুন

×