ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

প্রতিশোধ নিতে ফ্রান্সের বারের দরজায় মেসির জার্সি!

প্রতিশোধ নিতে ফ্রান্সের বারের দরজায় মেসির জার্সি!

ছবি: টুইটার থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৫

ফ্রান্স ভক্তদের হৃদয় ভেঙেছেন লিওনেল মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ফুটবলের জাদুকর। ওই জয়ে বুয়েন্স এইরেসে চলছে উৎসব। যে উৎসব প্যারিসেও হতে পারতো। কিন্তু ফাইনালে দুর্দান্ত খেলেছেন লিও মেসি। এমবাপ্পের হ্যাটট্রিক ছাড়িয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার করা দুই গোল। লেস ব্লুজদের তাই টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হয়নি।

আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ক্লাবে আবার খেলেন ফ্রান্সের সময়ের সেরা ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজি ‘তে। পরেন ৩০ নম্বর জার্সি। হৃদয় ভাঙার প্রতিশোধ নিতে ফ্রান্সের ভক্তরা দেশটির এক বারের প্রবেশ দরজায় মেসির ওই ৩০ নম্বর জার্সি পেতে দিয়েছেন। 

তার পাশে একটি বোর্ড রাখা হয়েছে। যাতে লেখা, ‘ভেতরে ঢুকার আগে পা মুছতে ভুলবেন না।’ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে বেশ ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় বার কর্তৃপক্ষকে সমালোচনা করেছেন অনেকে। আবার কেউ কেউ বিলাপ করেছেন এভাবে যে, মেসির জাতীয় দলের জার্সি না দিয়ে কেন পিএসজি’র জার্সি পাতা হলো। 

শিরোপায় মেসির চুমু। ছবি: টুইটার

আর্জেন্টাইন সুপারস্টারের জার্সি দরজায় পাতা হলেও পিএসজি কর্তৃপক্ষের অবশ্য তাতে ক্ষতি হচ্ছে না। কারণ দলটির সেরা দুই তারকা লিওনেল মেসি এবং এমবাপ্পে বিশ্বকাপের ফাইনালে খেলেছে। শুধু তাই নয় দু’জন দুর্দান্ত ফুটবল দেখিয়েছেন। এতে করে পিএসজি’র জার্সি বিক্রির ব্যবসা বেড়ে গেছে। ফ্রান্সের দৈনিক ‘এল ইকুইপে’ দাবি করেছে, ওই দু’জনের জার্সি বিক্রি বেড়েছে ২০০ শতাংশ।

whatsapp follow image

আরও পড়ুন

×