হাকিমিদের ঘিরে মরক্কোতেও উৎসবের ঢেউ
ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে মরক্কোর ফুটবলারদের। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:১৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:২৩
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে চলছে বিশ্বকাপ উদযাপন। সংবাদ মাধ্যম দাবি করেছে, ৫০ লাখ লোক চ্যাম্পিয়নদের জন্য রাস্তায় নেমেছে। এমবাপ্পেরা চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে ফ্রান্সে তাদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।
তৃতীয় স্থানে শেষ করা মডরিচদের বরণ করে নিতে লাখো ভক্ত সমাগম হয়েছে। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলেছে মরক্কো। তারা সংবর্ধনা পাবে না তা কি হয়?
মরক্কোর সেমিফাইনালে ওঠাই যে ছিল বড় পাওয়া। বেলজিয়ামকে গ্রুপ পর্বে, এরপর স্পেন ও পর্তুগালকে নকআউটে বিদায় করে ইতিহাস গড়েছে তারা। আশরাফ হাকিমিরা তাই বীরোচিত সংবর্ধনা পেলেন।
দেশটির রাজধানী রাবাতে পা রাখতেই উৎসবের ঢেউ দেখা যায়। হাকিমি-জিয়েশরা ওই উৎসবে সামিল হন। নানা রংয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় রাস্তার দু’পাশ।
বিশ্বকাপে মরক্কো এভাবে চমকে দেবে কেউ ভাবেনি। কেউ তাদের রাখেনি ফেভারিটের তালিকায়। কিন্তু তারাই খেললো সেমিফাইনালে। মরক্কোর ফুটবল ইতিহাসে অন্যতম আনন্দের দিন ছিল কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মতো দলকে হারিয়ে দেওয়া। ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার শেষ বিশ্বকাপে কান্না উপহার দিয়ে উৎসব করেছে তারা।
মরক্কো বিশ্বকাপে পরিকল্পিত ফুটবল খেলেছে। যেখানে তারা শক্তিশালী যেখানে বেশি গুরুত্ব দিয়েছে। রক্ষণ সামলে আক্রমণ করেছে স্পেন ও পর্তুগালের বিপক্ষে। তবে ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে পরের দুই ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে দরকার পড়লে আক্রমণেও পিছিয়ে নেই তারা।
দলটির অধিকাংশ ফুটবলার ইউরোপের লিগে খেলেন। অনেকের জন্ম ইউরোপে। দেশটি ইউরোপের সীমানায় হওয়ায় এখান থেকে বিশ্ব ফুটবলে আরও এগিয়ে যাওয়ার আশা করতেই পারে।