ঢাকা টেস্টে বোলিং করবেন সাকিব, জানালেন ডোনাল্ড
ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:০২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:০২
চট্টগ্রাম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যদিও ইনজুরির কারণে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। এক আধটু বোলিংও করেছিলেন তিনি। কিন্তু উইকেট পাননি। তবে ঢাকা টেস্টের স্পিন সহায়তা উইকেটে সাকিবের বোলিংয়ের পুরোটা দল পাবে বলে জানিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
তিনি বলেন, ‘সাকিব ঠিকঠাক আছে। সে বল করতে পারবে। ঢাকায় ওয়ানডে খেলার সময় সে ব্যথা পেয়েছিল। এখন সে ঠিক আছে। সে একাদশে থাকার জন্য প্রস্তুত এবং বোলিংও করতে পারবে।’
চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিনে গিয়ে হেরেছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় দিনই স্বাগতিকদের নামের পাশে হার লেখা হয়ে গিয়েছিল। প্রত্যাশা মিটিয়ে ওই টেস্টে খেলতে না পারলেও ঢাকার স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশ জয়ের জন্য খেলবে বলে জানিয়েছেন ডোনাল্ড।
প্রোটিয়া এই কোচ বলেন, ‘আমরা জিততে চাই। ভারতের বিপক্ষে কোথায় খেলা সেটি মুখ্য নয়। জয় পেতে হলে আমাদের সেরাটা দিতে হবে। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৫০ রান যথেষ্ট ছিল না। এটা আমরা সবাই জানি। দলে জুটির গুরুত্ব নিয়ে কথা হয়েছে। আমরা জয়ের জন্য মরিয়া।’
মিরপুরের উইকেট স্পিন সহায়ক হলেও পেসারদের আক্রমণাত্মক ভূমিকায় চান বলেও জানান ডোনাল্ড, ‘স্পিনারদের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। পেসারদের আরও আগ্রাসী দেখতে চাই আমরা। এই পিচে মাথা নিচু করে বল ছেড়ে দেওয়া সহজ নয়। গতি থাকলে মন খুলে আগ্রাসী বোলিং করা সম্ভব।’