ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বরখাস্ত রমিজ রাজা

বরখাস্ত রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ২৩:০৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২৩:০৬

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের একটিতেও জেতা হয়নি তাদের। এর পর গতকালই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় রমিজ রাজাকে। তার জায়গায় নাজাম শেঠিকে বসানো হবে। এরই মধ্যে যেমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। 

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফই চাচ্ছেন রমিজের আসনে শেঠিকে রাখতে। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর ধারাভাষ্যে নাম লেখান রমিজ রাজা। এর পর গত বছরের সেপ্টেম্বরে তাকে পিসিবির প্রধান করা হয়। তার অধীনে শুরুর দিকে সাফল্য পায় পাকিস্তান ক্রিকেট। কিন্তু ইমরান খান ক্ষমতা হারানোর পর রমিজকে বরখাস্ত করা নিয়ে শোনা যায় গুঞ্জন। তবে দেরিতে হলেও এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

নতুন দায়িত্ব পেতে যাওয়া নাজাম শেঠি আগেও পিসিবির চেয়ারম্যান ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সাল অবধি একবার, এর পর ২০১৭ থেকে ২০১৮ সাল অবধি আরেকবার দেশটির ক্রিকেটের কর্তার দায়িত্ব পালন করেন তিনি। এবার তৃতীয় দফায় তার কাঁধে এই বড় দায়িত্বটা অর্পণ করতে যাচ্ছে পাকিস্তান।

whatsapp follow image

আরও পড়ুন

×