ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি

কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৬:৪৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৬:৪৭

কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। সাও পাওলোর হাসপাতালে ৮২ বছর বয়সে মারা গেছেন সর্বকালের সেরা ফুটবলার খ্যাত পেলে। তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলের রাজার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা।

কিলিয়ান এমবাপ্পে, ফরাসি ফুটবলার- 'ফুটবলে রাজা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাঁর লিগ্যাসি আজীবন স্মরণে থাকবে। শান্তিতে ঘুমান রাজা।'

জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা প্রেসিডেন্ট- 'পেলে; অমর-চিরকাল আমাদের সঙ্গে থাকবেন'

কাসেমিরো, ব্রাজিলিয়ান ফুটবলার- 'রেস্ট ইন পিস, কিং পেলে। ব্রাজিল ও ফুটবলকে যেভাবে মহিমান্বিত করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার লিগ্যাসি থাকবে চিরকাল।'

রিচার্লিসন, ব্রাজিলিয়ান ফুটবলার- 'আজ ফুটবল তার সবচেয়ে সুন্দর অধ্যায়কে বিদায় বলছে। যিনি তাঁর হাজারতম গোল উৎসর্গ করেছিলেন শিশুদের; যিনি যুদ্ধ থামিয়েছিলেন এবং একটি দেশকে দেখিয়েছিলেন, আরও বেশি কিছু করা সম্ভব। রাজা, আপনি সব সময়ই অতুলনীয় ও অমর থাকবেন।'

ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার- ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা। তিনি সব সময় আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তিনি সব সময় স্মরণে থাকবেন, আমাদের, ফুটবলপ্রেমী স্মৃতিতে তিনি চির অম্লান। শান্তিতে ঘুমান, রাজা পেলে।'

রবার্ট লেভানডস্কি, পোলিশ ফুটবলার- 'শান্তিতে ঘুমান চ্যাম্পিয়ন। স্বর্গ আজ পেল নতুন এক তারকা, আর ফুটবলবিশ্ব হারাল একজন মহানায়ক।'

মারিও জাগালো, ব্রাজিলের সাবেক ফুটবলার- 'চলে গেল আমার সবচেয়ে বড় সঙ্গী। তোমার ওই হাসি দিয়ে আমি তোমাকে মনে রাখব। আমাদের অনেক গল্প, বিজয় আর শিরোপা জয়ের গল্পকার চলে গেল, রেখে গেল অবিনশ্বর ও অবিস্মরণীয় পদচিহ্ন।'

কার্লোস দুঙ্গা, ব্রাজিলের সাবেক ফুটবলার- 'পেলে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এমন একটা দুনিয়ায় গেছেন, যেখানে শেষ বলে কিছু নেই। পেলে চিরন্তন ও কিংবদন্তি।'

কাফু, ব্রাজিলের সাবেক ফুটবলার- 'আমি মনে করি, পেলের মৃত্যু সংবাদটি সঠিক নয়। তাঁর তো মৃত্যু নেই। আমাদের ছেড়ে চলে যেতে পারেন না পেলে। তিনি ফুটবলের রাজা। সবার চেয়ে ভিন্ন একজন। একটু বিশ্রামে গেছেন পেলে। তাঁর সব গোল চিরন্তন। আমরা যাঁরা ফুটবল খেলেছি, পেশাদার ফুটবলকে পেশা হিসেবে নিয়েছি, তাঁদের সবার কাছে তিনি আদর্শ।'

রোমারিও, ব্রাজিলের সাবেক ফুটবলার- 'পেলের মৃত্যু মানে ব্রাজিল দেশ হিসেবে সেরা সন্তানকে হারিয়েছে। পেলে ফুটবলের রাজা। দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ'

রোনালদিনহো, ব্রাজিলের সাবেক ফুটবলার- 'পেলেকে দেখেই ফুটবল শিখছি ও খেলছিও। আমি এখনও পেলেকেই বুকের ভেতর ধারণ করি। তাঁর মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য বড় ক্ষতি।'

লুলা দ্য সিলভা, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট- 'তাঁর জন্যই বিশ্বের অনেকে আমাদের দেশের নাম জেনেছে। তিনি শুধু খেলোয়াড়ই ছিলেন না, আমাদের দেশের বড় তারকা ছিলেন। ধন্যবাদ আপনাকে, পেলে'

দিদিয়ের দেশম, ফরাসি কোচ- 'পেলের মৃত্যু; ফুটবল হারাল অসাধারণ একজন কিংবদন্তিকে।'

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মানির সাবেক ফুটবলার- 'ইতিহাসের সেরা খেলায়াড়কে হারিয়েছে ফুটবল। পেলে আমাকে তাঁর ভাই হিসেবে সম্বোধন করেছেন। যেটা আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। ফুটবল সবসময় আপনাকে মনে রাখবে'

নেইমার, ব্রাজিলিয়ান ফুটবলার- পেলের আগে '১০' নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। কোথাও আমি এটা পড়েছিলাম, জীবনের কোনো এক সময়ে। তবে কথাটা সুন্দর, পরিপূর্ণ। আমি বলব, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে রূপান্তর করেছেন, বিনোদনে পরিণত করেছেন। তিনি গরিবদের জন্য আওয়াজ দিয়েছেন, কালোদের এবং বিশেষ করে, এটা ব্রাজিলকে দৃশ্যমান করে তুলেছে। রাজার কল্যাণেই ফুটবল আর ব্রাজিল নিজের মানকে উন্নীত করেছে! তিনি চলে গেছেন, কিন্তু তাঁর জাদু থাকবে চিরকাল। পেলে চিরন্তন।

লিওনেল মেসি, আর্জেন্টিনা অধিনায়ক- শান্তিতে ঘুমান, পেলে।

আরও পড়ুন

×