ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বডিবিল্ডার শুভ ইস্যুতে ব্যাখ্যা দিল ফেডারেশন

বডিবিল্ডার শুভ ইস্যুতে ব্যাখ্যা দিল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৩:২৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৩:৩১

দেশের ক্রীড়াঙ্গন এখন সরগরম বডিবিল্ডার জাহিদ হাসানের পুরষ্কারে লাথি দেওয়া নিয়ে। ২৩ ডিসেম্বর রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে পুরস্কারে লাথি মারার সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই প্রতিযোগিতায় ১১ জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ হাসান শুভ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়েছে। এরপর অখেলোয়াড় সুলভ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে জাহিদ হাসান শুভকে আজীবন বহিষ্কার করে বডিবিল্ডিং ফেডারেশন।

ঘোষণা আগে দিলেও আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। সংগঠনটি জানায়, 'পুরস্কারে লাথি মেরে, অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীর কাছে বডিবিল্ডিংকে হেয় প্রতিপন্ন করেছে জাহিদ হাসান। সেভাবেই জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তারপর তার আজীবন বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করব।'

এই ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ সংবাদ সম্মেলনে শুভকে আজীবন নিষিদ্ধ ও বহিস্কার করার বিষয়ে বিস্তারিত জানায় বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম। তিনি বলেন, 'আমরা নাকি তাকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়েছি। এমন মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি। আসলে পুরস্কার গ্রহণের পর সে আমার কাছে মাইক্রোফোন চায়। তখনও প্রথম স্থান অধিকারকারীকে পুরস্কার গ্রহণের সুযোগ দেওয়ার জন্য এবং নিয়ম ও কনভেনশন না থাকাতে তাকে পরবর্তী সময়ে ফটোসেশনে অংশগ্রহণ করতে মঞ্চের ডান উইং-এ যাওয়ার জন্য অঙ্গুলি নির্দেশনা দিই আমি।'

নজরুল ইসলাম বলেন, 'একজন ক্রীড়াবিদ প্রথম কিংবা দ্বিতীয় হতেই পারেন। সব রকম ফলাফলের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু জাহিদ যা করেছেন তা কোনভাবেই একজন ক্রীড়াবিদের কাছ থেকে আশা করেন না কেউ।'

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, 'জাহিদ শত শত অডিয়েন্স এবং নারী ক্রীড়াবিদদের সামনেই চেয়ারে উঠে ট্রফি নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। যা কোনোভাবেই একজন ক্রীড়াবিদের আচরণের সঙ্গে মানায় না। তার এমন অশ্লীল এবং অশালীন অঙ্গ-ভঙ্গিতে লজ্জিত ও ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়েন নারী বডিবিল্ডাররা। তবে দুঃখের বিষয়, জাহিদের অশালীন আচরণ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। অনেকেই তার দ্বিতীয় হওয়ার বিষয়টি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছেন। মেনস ফিজিক বডিবিল্ডিং টেকনিক্যাল বিষয়, যা চারটি পোজ বিচার করে মার্কিং করা হয়। কিন্তু এ বিষয়ে জাহিদ মিথ্য তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।'

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরো বলেন, 'শুভ বলে বেড়াচ্ছেন যিনি প্রথম হয়েছেন তিনি আমার মেয়ে জামাই। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে আমার কোনো মেয়েই নেই। মেয়ে জামাই আসবে কোথা থেকে?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নারী বডিবিল্ডার অহনা রহমান। তিনি বলেন, 'জাহিদ ভাই যা করেছেন, তা খুবই অশালীন। অডিটোরিয়ামে উনার অশ্লীল ভঙ্গিতে বিব্রত ছিলাম আমরা সবাই। তাই নিজের দায়িত্ববোধ থেকেই আমি আজ এখানে এসেছি।'

জাহিদের আচরণ এবং তাকে বহিষ্কারাদেশের বিষয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন

×