পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় মাদ্রিদের
-samakal-63ca21f665c8f.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ০৫:০৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ০৫:০৯
বার্সার কাছে স্প্যানিশ সুপার কাপ হারিয়ে কোপা দেল রে'র ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। পাল্টা তিন গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালের জাল খুঁজে নেন ভিয়ারিয়ালের ফরাসি মিডফিল্ডার এতিনে ক্যাপু। ৪২ মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামুয়েলের গোলে ব্যবধান বাড়ায় ভিয়ারিয়াল। প্রথমার্ধ্বের পুরোটা সময়জুড়ে আর ম্যাচে ফিরতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
ওই সময় খেলোয়াড়দের বকেছিলেন বলে ম্যাচ শেষে জানান আনচেলত্তি, 'আমার খুব রাগ হচ্ছিল। প্রচণ্ড রাগ। প্রতিপক্ষ এগিয়ে গেল, আমরা ঝুঁকি নিলাম। ওরা পেছন থেকে বল বের করে নিয়ে যাচ্ছিল। কিন্তু ডুয়েলে আমরা ভালো করতে পারছিলাম না।'
দ্বিতীয়ার্ধে দলকে উজ্জীবিত করেন রিয়াল কোচ, 'আমি তাদের জেগে উঠতে বলেছিলাম, তারা ভালোভাবে জেগে উঠেছিল। প্রথমার্ধ ভালো ছিল না, এভাবে আমরা খেলতে পারি না। কিন্তু প্রতিক্রিয়া ছিল চমৎকার, এই ব্যাজ নিয়ে আপনি কখনও হাল ছাড়তে পারেন না।'
দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে আর ভুল করেনি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৫৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমায় মাদ্রিদিস্তারা। ৬৯ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে ২-২ সমতায় ফেরে ম্যাচ। আর ৮৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি সেবাল্লোসের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রে'র শেষ আটে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- কোপা দেল রে
- ভিয়ারিয়াল