ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:২৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০:৩২

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে কাজ করবেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে। টেম্বা বাভুমাদের টেস্ট ও ওয়ানডে দলের কোচ হয়েছেন সুরকি কোনরাড। তার অধীনে কাজ করবেন ম্যাকেঞ্জি। 

এছাড়া উইন্ডিজ সিরিজের পরে পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়বেন চার্লস ল্যাঙ্গাভেল্টে। তিনিও এর আগে রাসেল ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ল্যাঙ্গাভেল্টে আইপিএল কোচিং নামতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পায়েট বোথাকে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক ইনোচ নিকোই বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার জন্য নেইলকে (ম্যাকেঞ্জি) ধন্যবাদ। সিরিজ শেষেই আমরা স্থায়ী ব্যাটিং কোচ ঠিক করে ফেলবো। সুরকির সঙ্গে তার কাজের ভালো সুসম্পর্ক আছে। একসঙ্গে তারা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।’

নতুন বোলিং কোচ নিয়ে তিনি বলেছেন, ‘পায়েট কোচিং স্টাফে যোগ দেওয়ায় আমি খুশি। তার অভিজ্ঞতা দারুণ। ঘরোয়া থেকে তিনি বেশ কিছু ক্রিকেটারকে শীর্ষ পর্যায়ে তুলে আনতে ভূমিকা রেখেছেন। ন্যাশনাল একাডেমিতে কাজ করেছেন তিনি। তার জাতীয় দলের সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় আছি।’

আরও পড়ুন

×