খুলনায় মেয়র কাপ হাডুডু

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৯
মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা সিটি করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক গণমাধ্যমকর্মীদের এই টুর্নামেন্টের বিস্তারিত জানান।
সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে হাডুডুকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। গঠন করেন জাতীয় কাবাডি ফেডারেশন। অথচ আধুনিকতায় ছোঁয়ায় ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের এ খেলাটি। নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলা চর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই খুলনায় মেয়র কাপ হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।