ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

দুই ব্রাজিলিয়ানে বার্সার বিদায় ঘণ্টা বাজাল ইউনাইটেড

দুই ব্রাজিলিয়ানে বার্সার বিদায় ঘণ্টা বাজাল ইউনাইটেড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২২:৫৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২২:৫৬

প্রথম লেগে ড্র হওয়ায়, দ্বিতীয় লেগটি দুদলের জন্যই ছিল বাঁচামরার। লিড পেয়ে বার্সেলোনা এগিয়ে গেলেও, শেষদিকে দুই ব্রাজিলিয়ান ফ্রেড ও অ্যান্তোনির নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি।

দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে রেড ডেভিলরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগ থেকেও ছিটকে গেছে কাতালানরা।

আরও পড়ুন

×