ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ফুটবল দিয়ে আত্মীয়তার বাঁধন

ফুটবল দিয়ে আত্মীয়তার বাঁধন

মঙ্গলবার বাফুফের টার্ফে নারী ফুটবলার ও ফেডারেশন কর্তাদের সঙ্গে সেলফি তোলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো- বাফুফে

সাখাওয়াত হোসেন জয়

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ০৪:৪১

ঘড়ির কাঁটায় ৪টা ৫ মিনিট। আর্জেন্টিনার পতাকাসংবলিত গাড়িটি প্রবেশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো গাড়ি থেকে নেমে সোজা চলে যান ভবনের তৃতীয় তলায়। যে ফুটবলের মাধ্যমে সেতুবন্ধন হয়েছে দুই দেশের মধ্যে; ৪৫ বছরের মধ্যে ঢাকায় খুলেছে দূতাবাস, সেই ফুটবলই আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসেছে বাফুফে ভবনে। 

মঙ্গলবার ফেডারেশনে এসে আতিথেয়তায় মুগ্ধ ক্যাফিয়েরো। নানা আয়োজন দেখে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর কাছে মনে হয়েছে যেন নিজ দেশে আছেন, ‘বাংলাদেশে এসে আমি ঘরের অনুভূতি অনুভব করছি। আর্জেন্টাইনদের জন্য এত আয়োজন দেখে সত্যিই বলতে হচ্ছে– এটা আমার দ্বিতীয় হোম। আমি মনে করি, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ এটা। সোমবার দূতাবাস খুলেছে। সম্পর্কের নতুন দুয়ারও খুলেছে।’

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর জন্য নানা আয়োজন করে বাফুফে। কার্যনির্বাহী কমিটির সঙ্গে মিনিট বিশেক আলোচনা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের প্রতিনিধিরাও। সংক্ষিপ্ত মতবিনিময়ের পর বাফুফে টার্ফে মেয়েদের লাল ও সবুজ দলের ভাগ হয়ে খেলা প্রীতি ম্যাচ উপভোগ করেছেন ক্যাফিয়েরো। মাঠের মাঝখানে তাঁর সঙ্গে জার্সি বিনিময় করেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও নজর কাড়েন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। মেয়েদের দু’দলের অধিনায়ককে উপহার দেন আর্জেন্টিনার জার্সি। আর প্রীতি ম্যাচ খেলা দলের সঙ্গে তুলেছেন সেলফি। সেখানে উচ্চারণ করেন লিওনেল মেসির নামও, ‘সে মেসি’। তাঁর এমন মন্তব্যের পর ‘মেসির’ নাম ধরে স্লোগান দিতে থাকেন মেয়েরা। 

কিন্তু যাঁকে নিয়ে এত আলোচনা, সেই মেসি কি বাংলাদেশে আসবেন? পররাষ্ট্রমন্ত্রীকে আনার বড় পরিকল্পনাই তো জুনে মেসির আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার। বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা জানা যায়নি। কারণ, ক্যাফিয়েরো কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলে আগেই জানিয়ে দেন। এর পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও এ ব্যাপারে মুখ খোলেননি, ‘একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং রিভার প্লেটসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা আমাদের কয়েকটি ক্লাব পরিদর্শন করেছেন, আলোচনা করেছেন কী সাপোর্ট হতে পারে এবং তাঁরা কী ধরনের সুবিধা দিতে পারেন। সবকিছু খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং তাঁরা এগুলো নিয়ে কাজ করছেন।’

বাফুফে সভাপতি কিংবা আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মেসির বাংলাদেশে আসা নিয়ে কিছু না বললেও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয় নিয়ে ইতিবাচক কথাই বলেছেন, ‘এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তা ছাড়া আমাদের সময়েরও ব্যাপার। সব মিলিয়ে তাদের মৌসুম, আমাদের মৌসুম– সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু দূতাবাস উদ্বোধন হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, ফুটবল ফেডারেশন এসেছে, আমি মনে করি আমরা খুবই কাছাকাছি আছি (আর্জেন্টিনার ঢাকায় আগমন)। ওই জায়গাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। বলতে পারেন, লিওনেল মেসির ঢাকায় আসাটা সময়ের ব্যাপার। অবশ্যই ওরা আসবেন। ২০১১ সালে তাঁরা এসেছিলেন। এখন তো আমাদের কূটনৈতিক সম্পর্কের দরজা খুলল, আমি মনে করি আর্জেন্টিনা দলের আসা সময়ের ব্যাপার।’

আরও পড়ুন

×