- খেলা
- ইন্টার-স্কুল সিক্স-এ-সাইডের ফাইনাল আজ
ইন্টার-স্কুল সিক্স-এ-সাইডের ফাইনাল আজ

ছবি-সংগৃহীত
‘ইস্পি ইন্টার-স্কুল সিক্স-এ-সাইড’ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, টি অ্যান্ড টি হাই স্কুল ও গভ: ল্যাবরেটরি হাই স্কুল।
আজ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল মুখোমুখি হবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের।
ফাইনালে যাওয়ার অপর ম্যাচে টি অ্যান্ড টি হাই স্কুল খেলবে গভ: ল্যাবরেটরি হাই স্কুলের বিপক্ষে। দুপুর ২টায় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে গত সোমবার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ব্যবস্থাপনায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়।
২০টি মাধ্যমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন বিদ্যালয়ের জন্য আকর্ষণীয় ট্রফি এবং প্রাইজমানির ব্যবস্থা রয়েছে।
মন্তব্য করুন