ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

সাকিব বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে: পাপন

সাকিব বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে: পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৩:৪২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৩:৪২

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের পর একমাত্র টেস্টের সিরিজেও জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৪ উইকেট হারিয়েছে আইরিশরা। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে ১২৮ রানে। 

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১২৬ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ৯৪ বলে ১৪ চারের শটে খেলেছেন ৮৭ রানের ইনিংস। 

দ্বিতীয় দিন শেষে সংবাদ মাধ্যমের কাছে বিসিবি সভাপতি বলেছেন, দুটো সেঞ্চুরি দেখবেন আশা করেছিলেন তারা। একটা ফস্কে গেছে। 

সাকিব ও মুশফিকের ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ‘ম্যাচের আগেই সাকিব আমাকে বলেছিল, দ্রুততম সেঞ্চুরি করবে। আমি বলেছিলাম, পাগলামি করো না। আগে ফিফটি করো। মুশফিকের সেঞ্চুরি দেখে ভালো লেগেছে। ওয়ানডে পর টেস্টেও সে সেঞ্চুরি করলো।’

পাপন জানিয়েছেন, মুশফিক কিছুদিন রান খরায় থাকলেও তাকে নিয়ে কোন সন্দেহ তাদের ছিল না। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার রানে ফিরবেন বলে আশা ছিল তার। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দুই দিনই বাংলাদেশ কর্তৃত্ব করলেও বিসিবি বস জানিয়েছেন, টেস্টে এখনও তারা ভালো দল হয়ে যায়নি। তবে ক্রিকেটারদের মানসিকতা ইতিবাচক। এক বছরের মধ্যে টেস্টেও উন্নতি দেখা যাবে বলে বিশ্বাস তার।

whatsapp follow image

আরও পড়ুন

×