ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ক্লাসিকোয় মেসি স্লোগানে মুখরিত ক্যাম্প ন্যু

ক্লাসিকোয় মেসি স্লোগানে মুখরিত ক্যাম্প ন্যু

ক্যাম্প ন্যুতে মেসির বার্সার জার্সি উচিয়ে ভক্তদের স্লোগান। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ০৬:৩২ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ০৬:৩২

কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে বুধবার রাতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে করিম বেনজেমার হ্যাটট্রিকে  ৪-০ গোলে হেরেছে কাতালানরা। 

বার্সার হার ছাড়িয়ে ক্যাম্প ন্যুতে ‘মেসি-মেসি স্লোগান’ বেশি সাড়া ফেলেছে। ম্যাচের ১০ মিনিট হতেই বার্সার ঘরের মাঠে ক্লাসিকো ম্যাচে ওই স্লোগান শুরু হয়। 

কারণটা অনুমিত। আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। ফ্রি এজেন্টে আবার তার ক্যাম্প ন্যুতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। ওই গুঞ্জনের পালে হাওয়া দিতেই ভক্তদের মেসিকে নিয়ে এমন উচ্ছ্বাস। 

মেসি বার্সেলোনা ছাড়ার সময় তার ভক্তরা রাস্তায় নেমে এসেছিল। ক্যাম্প ন্যুর সামনে শিশু ও তরুণ ভক্তদের এসে বসে থাকতেও দেখা গিয়েছিল। তিনি ঘরে ফিরলে ভক্তরা উষ্ণ অভ্যর্থনা দেবে আর্জেন্টাইন সুপারস্টারকে। ভক্তরা সেটাই বুঝিয়ে দিয়েছেন। 

যদিও কোপা ক্লাসিকোর আগে বার্সা ডিরেক্টর মাতিও আলেমেনি বলেন, ‘আমরা আপাতত লা লিগা এবং কাপ জয় নিয়ে ভাবছি। (মেসির ফেরার) গুঞ্জন নিয়ে এখন কথা বলতে চাই না। আমাদের ভক্তদের কাছে মেসি আইডল। তার জন্য দরজা সবসময় খোলা। সে এখন পিএসজির খেলোয়াড়। যেটাকে আমরা সম্মান করি।’

আরও পড়ুন

×