ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জাভির মতে, রিয়ালকে ছাড় দিলে ওরা খুন করে ছাড়বে

জাভির মতে, রিয়ালকে ছাড় দিলে ওরা খুন করে ছাড়বে

কোপা দেল রে’র ম্যাচে রিয়ালের কামাভিঙ্গা (সাদা জার্সি) ও বার্সার রাফিনহা। ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ০৯:১০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ০৯:১০

ক্যাম্প ন্যুতে কামব্যাক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র প্রথম লেগে ১-০ গোলে হেরেও বার্সার মাঠ থেকে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে দলটি। হ্যাটট্রিক করেছেন সাবেক ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা। 

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বড় ওই হারে বিদায় নিয়েছে বার্সা। ফাইনালে উঠে গেছে লস ব্লাঙ্কোসরা। 

ম্যাচ শেষে বড় হারের জন্য শিষ্যদের তিরস্কার করেছেন স্পেনের সাবেক মিডফিল্ডার ও বার্সা কোচ জাভি। তার মতে, রিয়ালকে মারতে না পারলে ওরা প্রতিপক্ষকে খুন করে ছাড়বে। 

জাভি বলেছেন, ‘আমরা যথেষ্ট পরিপক্কতা দেখাতে পারিনি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড়। তাদের আরও ভালো লড়াই করা শিখতে হবে। যখন আপনি রিয়াল মাদ্রিদকে খুন করবেন না, তখন রিয়াল আপনাকে খুব করবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল, এটাই ফুটবল।’ 

রিয়ালের বিপক্ষে কোপা দেল রে’ হারের পর বার্সা কোচ জাভি জানিয়েছেন, এখন তাদের মনোযোগ লা লিগা জয়ের দিকে। হারের পর দেল রে’র চেয়ে লা লিগা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। 

জাভি বলেছেন, ‘আমরা প্রথমার্ধে রিয়ালের চেয়ে ভালো খেলেছি। সুযোগ তৈরি করেছি। প্রথম গোলের পর ওরা কর্তৃত্ব করেছে। এটাই আসলে রিয়াল মাদ্রিদ। আমাদের এখন লা লিগায় মনোযোগ রাখতে হবে, ওটাই বেশি গুরুত্বপূর্ণ শিরোপা। লিগে আমাদের এখনও ১১টি ফাইনাল বাকি।’

আরও পড়ুন

×