ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

সোহাগের নিষেধাজ্ঞায় পাপনের 'নো কমেন্টস'

সোহাগের নিষেধাজ্ঞায় পাপনের 'নো কমেন্টস'

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ০৯:১০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ০৯:১০

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফুটবল সংক্রান্ত সকল কার্যকলাপ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এছাড়া তাকে ১০ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা। দরপত্রে অনিয়ম এবং ফিফার ফান্ডের অপব্যবহারের কারণে ফিফা কতৃক এই শাস্তি পেয়েছে সোহাগ। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার স্বাধীন এথিকস কমিটির এই সিদ্ধান্ত তোলপাড় করে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনকে।

ফিফার শাস্তি ফুটবলের জন্য কলঙ্কময় অধ্যায় বলে আখ্যায়িত করেছেন সাবেক ফুটবলাররা। ফুটবলে দুর্নীতির দায়ে নিষিদ্ধ সোহাগই প্রথম। তার নিষেধাজ্ঞায় 'ইমেজ' সংকটে থাকা বাংলাদেশের ফুটবল আরও ঘোর অন্ধকারে ধাবিত হয়েছে।

এদিকে বাফুফের সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞার প্রসঙ্গে মুখ খুলতে হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় সংগঠক হিসেবে কী মনে করছেন?  এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'নো কমেন্টস। ক্রিকেটের বাইরে কোনো কিছুতেই আগ্রহ নেই।' আজ মিরপুরে বিসিবির ইফতার বিতরণ কর্মসূচীতে এই কথা বলেন নাজমুল হাসান পাপন।

এখনই এই সম্পর্কে মন্তব্য করবে না জানিয়ে পাপন বলেন, 'আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এটা দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা দ্রুত হয়ে যায়। দেখি আগে কী করে।'

পাপন আরো বলেন, 'চিন্তার কিছু নাই। আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। এটা শেষ। ওখানে কী হচ্ছে যেহেতু আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই।'

আরও পড়ুন

×